ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

চারদিন ছুটির পর চাঙা পুঁজিবাজার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১১
চারদিন ছুটির পর চাঙা পুঁজিবাজার

ঢাকা: টানা চার দিনের বন্ধের পর দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) লেনদেনে চাঙাভাব দেখা দিয়েছে।
বাজারে তারল্য প্রবাহ বেড়েছে, সরকারি আর্থিক প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরে এসেছে।

এতে সপ্তাহের প্রথম দিনে বেশিরভাগ কোম্পানির  শেয়ারের দাম বেড়েছে।

মার্চেন্ট ব্যাংকগুলোর ফোর্সড সেল বন্ধ ও সরকারের নেওয়া বিভিন্ন পদেক্ষেপ স্থিতিশীলতা ফেরায় বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আস্থার পরিবেশ সৃষ্টি হয়েছে এমনটাই বলছেন বিনিয়োগকারীরা।

রোববার বাজারে বেশ কিছু ভালো কোম্পানির দাম ক্রয় মতায় মধ্যে নেমে আসায় ক্রেতাদের শেয়ার কেনার দিকে ঝুঁকতে দেখা গেছে। যার সরসরি প্রভাব পড়ে পুঁজিবাজারে।

পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী, বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধন ও দুই দিনের সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট চার দিন বন্ধ থাকার পর রোববার সকাল ১১টায় পুঁজিবাজারে লেনদেন শুরু হয়। তবে ২১ ফেব্র“য়ারি সাধারণ ছুটি থাকায় সোমবারও লেনদেন বন্ধ থাকবে।  

সপ্তাহের প্রথম দিনে লেনদেন শুরুর মাত্র ১৫ মিনিটেই ডিএসইর সাধারণ সূচক ৪১০ পয়েন্ট বেড়ে যায়। সূচকের এই ঊর্ধ্বগতি অব্যাহত থেকে দুপুর ২টা ২০ মিনিটে আরো ৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৬৩৯৩ দশমিক ৬৭। এরপরে কিছুটা নেমে যায়।   দিনশেষে সাধারণ সূচক আগের দিনের চেয়ে ৪৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৬ হাজার ৩৮৯ পয়েন্ট। সূচক বাড়ার হার ৭ দশমিক ৮১ শতাংশ।

ডিএসইতে লেনদেন হওয়া ২৫৯ কোম্পানির মধ্যে দাম বাড়ে ২৫১ টির এবং কমেছে ৮টির দাম। তবে বাজারে ক্রেতার চেয়ে বিক্রেতা কম থাকায় লেনদেন কমেছে। গতকাল মোট লেনদেন হয়েছে ৫৭৭ কোটি টাকার। একইভাবে চট্টগ্রাম স্টক একচেঞ্জেও (সিএসই) সিলেক্টিভ ক্যাটাগরিতে সাধারণ সূচক ৬৮০ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে ১১৫৩৩ দশমিক ৫৬ এ পৌঁছেছে। সিএসইতে লেনদেন হওয়া ১৮৭টি শেয়ারের মধ্যে ১৮২টির দাম বেড়েছে। কমেছে মাত্র ৫টির দাম।

বাজার মূল্যায়ন নিয়ে জানতে চাইলে ডিএসইর সভাপতি শাকিল রিজভী বলেন, ফোর্সড সেল বন্ধে বাজারে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বেড়েছে। এর প্রভাব পড়েছে সার্বিক লেনদেনে। এছাড়া মার্জিন লোনর নীতিমালার বিষয়ে অর্থমন্ত্রীর আশ্বাসও কাজে লেগেছে। তিনি আরো বলেন, তালিকাভুক্ত সব কোম্পানিরই শেয়ার প্রতি সম্পদ আছে। রাতারাতি কোন কিছুই উধাও হবে না। তবুও বিনিয়োগকারীদের ভালো মৌল দেখে বিনিয়োগকরা উচিত। বাজারে বিনিয়োগকারীদের চেয়ে ট্রেডারের সংখ্যা বেশি হওয়ায় শেয়ারগুলো অতিমূল্যায়িত হয়ে পড়ে। এদিকেও নজর দেওয়া উচিত। পুঁজিবাজার বিশেষজ্ঞ অধ্যাপক আবু আহমেদ বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলোর বাজারে বিনিয়োগ এবং ফোর্স সেল বন্ধের সিদ্ধান্তে বাজারে ইতিবাচক প্রভাব দেখা গেছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে আরো আস্থা বাড়াবে।

বাংলাদেশ সময় ২০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।