ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

নিম্নমানের চীনা পণ্য না কিনতে রাষ্ট্রদূতের আহবান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১১

ঢাকা: বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝাং জিয়ানি তার দেশ থেকে নিম্নমানের পণ্য না কেনার আহবান জানিয়েছেন।

একই সঙ্গে বাংলাদেশের ব্যাংকগুলোকে আন্তর্জাতিক মান ও নিয়ম মেনে ব্যাংকিং করার অনুরোধ জানিয়েছেন।

 

ঝাং জিয়ানি বলেন, বাংলাদেশের অনেক ব্যবসায়ী মানসম্মত নয় এমন চীনা কোম্পানির নিম্নমানের পণ্য কিনে থাকে। ব্যবসায়ীদের এ ধরনের নিম্নমানের পণ্য না কিনে ভালো কোম্পানির মানসস্মত পণ্য কেনা উচিত।

রোববার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এর সম্মেলন কক্ষে চীনের আমদানি রপ্তানি মেলার ১০৯তম সেশনের ওপর প্রচারণামূলক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকগুলো পণ্যের মূল্য পরিশোধেও বিলম্ব করে বলে এসময় অভিযোগ করেন ঝাং জিয়ানি।    

চীনা রাষ্ট্রদূত বলেন, গতবছর চীনের সঙ্গে বাংলাদেশের ৪৯ হাজার কোটি টাকার ব্যবসায়িক লেনদেন হয়েছে। যা আগের বছরের তুলনায় ৫৪ শতাংশ বেশি।

তিনি জানান, বর্তমানে বাংলাদেশের চার হাজার ৭৬২টি পণ্য বিনাশুল্কে চীনে প্রবেশ করছে। বাংলাদেশের ৭০ শতাংশ পণ্য এই শুল্ক ছাড় পাচ্ছে।

ভবিষ্যতে বাংলাদেশের ৯৫ শতাংশ পণ্যই এই ছাড় পাবে বলে তিনি অঙ্গীকার করেন।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।