ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ফোর্সড সেল না হওয়ায় পুঁজিবাজার ঊর্ধ্বমুখী হয়েছে: শাকিল রিজভী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১১
ফোর্সড সেল না হওয়ায় পুঁজিবাজার ঊর্ধ্বমুখী হয়েছে: শাকিল রিজভী

ঢাকা: মার্চেন্ট ব্যাংকগুলো শেয়ার ফোর্সড সেল থেকে বিরত থাকায় পুঁজিবাজার ঊর্ধ্বমুখী হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি শাকিল রিজভী।

তিনি আরও বলেছেন, মার্জিন লোনের নীতিমালা করার ব্যাপারে অর্থমন্ত্রীর আশ্বাসে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে এসেছে।



রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কোনো ব্যাংকের গ্রাহকরা যদি সেই ব্যাংক থেকে একবারে টাকা তুলে নিতে চায়, তবে সেখানে যেমন সংকট তৈরি হবে, শেয়ার বাজারেও একই ধরনের সংকট সৃষ্টি হবে।

শাকিল রিজভী আরও বলেন, সব কোম্পানিরই শেয়ার প্রতি সম্পদ আছে। কোনো  কোম্পানিই বাজার থেকে উধাও হয়ে যাবে না। তাই বিয়োগকারীদের আতংকিত হওয়ার কারণ নেই।

বিনিয়োগকারীদের অধৈর্য না হয়ে কোম্পানির মৌলভিত্তি দেখে শেয়ার কেনার পরামর্শ দেন তিনি। একই সঙ্গে সূচক দেখে বিভ্রান্ত না হয়ে যে কোম্পানির শেয়ার কেনা আছে তার অবস্থা বিবেচনা করে লেনদেন করারও পরামর্শ দেন শাকিল রিজভী।
 
তিনি বলেন, বিনিয়োগকারীদের চেয়ে ট্রেডারের সংখ্যা বেড়ে গেছে। এ কারণেই শেয়ারের দাম অতিমূল্যায়িত হয়ে পড়ে।

ডিমিউচুয়ালাইজেশনের জন্য ডিএসই থেকে একটি কমিটি করা হয়েছে বলে উল্লেখ করে তিনি জানান, কমিটি কাজ করে যাচ্ছে। শিগগিরই ডিমিউচুয়ালাইজেশন করা হবে।  

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, ২০ জানুয়ারি, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।