ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

কুষ্টিয়ার শাপলা চত্বরে মার্সেলের এক্সক্লুসিভ শো-রুম উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪২, জুন ২৩, ২০১৪
কুষ্টিয়ার শাপলা চত্বরে মার্সেলের এক্সক্লুসিভ শো-রুম উদ্বোধন ছবি : সংগৃহীত

ঢাকা: কুষ্টিয়ার শাপলা চত্বরে বোরহান ইলেকট্রনিক্স নামে উদ্বোধন করা হলো দেশীয় ব্র্যান্ড মার্সেলের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর শো-রুম। এ শো-রুমে পাওয়া যাচ্ছে বিশ্বের সেরা ও আধুনিক প্রযুক্তিতে তৈরি মার্সেল ব্র্যান্ডের ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল এবং হোম অ্যাপ্লায়েন্স পণ্যসামগ্রী ।



সম্প্রতি এ শো-রুমের উদ্বোধন করেন মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান। প্রতিষ্ঠানটির উপ-পরিচালক (পিআর এন্ড মিডিয়া) ফিরোজ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


শো-রুম উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজী আবুল কাশেম, প্রেসিডেন্ট এসএম কাদেরী শাকিল, ভাইস-প্রেসিডেন্ট খন্দকার জিয়ায়ুল হক, ডিরেক্টর, কুষ্টিয়া চেম্বার অব কমার্স মো. হুমায়ুন কবীর, আর. বি. গ্রুপের নির্বাহী পরিচালক পিআর এন্ড মিডিয়া মোশারফ হোসেন রাজীব, ফার্স্ট সিনিয়র ডেপুটি ডিরেক্টর, মার্সেল মার্কেটিং, বিভাগ এবং ডিস্ট্রিবিউটর মো. রফিকুল ইসলাম প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে চিত্রনায়ক আমিন খান বলেন, মার্সেল বাংলাদেশের দ্রুত অগ্রসরমান ব্র্যান্ডের মধ্যে অন্যতম। এর পণ্য মান অনন্য বলেই মার্সেল ব্র্যান্ডের পণ্যসামগ্রী ক্রেতাদের পছন্দের শীর্ষে রয়েছে। আর এজন্য সারা দেশে একের পর এক এক্সক্লুসিভ শো-রুম স্থাপন করে তারা চাহিদা পূরণে কাজ করে যাচ্ছে।

তিনি আশা করেন খুব শীঘ্রই মার্সেল ব্র্যান্ড সারা বিশ্বের ইলেকট্রনিক্স বাজারে শীর্ষস্থান দখল করবে।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, জুন ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।