ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

পুঁজিবাজারে ফোর্সড সেল অনৈতিক: অর্থমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১১
পুঁজিবাজারে ফোর্সড সেল অনৈতিক: অর্থমন্ত্রী

ঢাকা: অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, পুঁজিবাজারে ফোর্সড সেল অনৈতিক।

তিনি বলেছেন, পুঁজিবাজারে মার্চেন্ট ব্যাংকগুলোর বড় ধরনের অংশগ্রহণ রয়েছে।

তাই বাজারে স্থিতিশীলতা আনতে মার্চেন্ট ব্যাংকগুলোর পরিশোধিত মূলধন (পেইডআপ ক্যাপিটাল) বাড়ানোর নীতিমালা করা হবে। এজন্য তাদের কাছে প্রস্তাব চাওয়া হয়েছে।

শুক্রবার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, বাজারে ১৪টি মার্চেন্ট ব্যাংক পোর্ট ফোলিও ম্যানেজ করছে।    

তিনি বলেন, এসব ব্যাংকের ঋণ বিতরণে এসইসি আর হস্তক্ষেপ করবে না। তবে এ জন্য নীতিমালা প্রণয়নেও মার্চেন্ট ব্যাংকগুলোর কাছ থেকে সুপারিশ চাওয়া হবে।  

অর্থমন্ত্রী আরও জানান, বিনিয়োগকারীরা শিক্ষিত হলেও পুঁজিবাজার বিষয়ে তাদের অনেকেরই ধারণা কম। বিনিয়োগকারীদের মধ্যে সচেতনতা বাড়াতেও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও স্টক এক্সচেঞ্জের মাধ্যমে সরকার পদক্ষেপ নেবে।

তিনি বলেন, প্লেসমেন্ট ও বুক বিল্ডিং স্থগিত করে নতুন নীতিমালা করা হবে।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের পুঁজিবাজার এতো বড় ছিলো না। আওয়ামী লীগ সরকার এদিকে নজর দিয়েছে। এই সরকারের আমলেও তা বড় হয়ে আবার ধস নেমেছে। তবে আমরা পুঁজিবাজারে বেশি হস্তক্ষেপ করেছি। এজন্য ভূলও স্বীকার করেছি।

বৈঠকে এসইসি চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকারসহ মার্চেন্ট ব্যাংক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ১৮ ফ্রেব্রুয়ারি, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।