ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

জনশক্তি রপ্তানি বিষয়ে ১১ দেশের আলোচনা

ঢাকায় ২০-২১ এপ্রিল কলম্বো প্রসেসের ৪র্থ বৈঠক

আনোয়ারুল করিম, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১১
ঢাকায় ২০-২১ এপ্রিল কলম্বো প্রসেসের ৪র্থ বৈঠক

ঢাকা: এশিয়ার জনশক্তি রপ্তানিকারক ১১টি দেশের আঞ্চলিক সংগঠন ‘কলম্বো প্রসেস’-এর ৪র্থ বৈঠক আগামী ২০ ও ২১ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত হবে।

সম্মেলনে সদস্য দেশগুলোর শ্রম ও প্রবাসীকল্যাণ মন্ত্রীরা এ উপলক্ষে ঢাকায় আসবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মেলনের উদ্বোধন করার কথা রয়েছে।  

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রশাসন শাখার উপ-সচিব সুধাকর দত্ত বুধবার বাংলানিউজকে এ তথ্য জানান।  

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব ড. জাফর আহমেদ খান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘অভিবাসন সংক্রান্ত বিষয়ই মূলত সম্মেলনের এজেন্ডায় থাকবে। বিভিন্ন সেশনে অভিবাসনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। ’

উপ-সচিব সুধাকর দত্ত বলেন, ‘সম্মেলন ঢাকার সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হবে। ’

তিনি বলেন, ‘বিদেশগামী শ্রমিকদের চাকরির নিশ্চয়তা, জীবনযাপনের ধারা, সুযোগ-সুবিধা, মানবাধিকারের মতো বিষয়গুলো সম্মেলনের এজেন্ডায় রয়েছে। ’  

গত বছরের অক্টোবরে এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা পিছিয়ে যায়।

সম্মেলনে কলম্বো প্রসেসের বাংলাদেশ ছাড়া অন্য সদস্য দেশ ১০টি হলো আফগানিস্তান, চীন, ভারত, ইন্দোনেশিয়া, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও ভিয়েতনাম।

কলম্বো প্রসেসের আটটি পর্যবেক্ষক দেশ হলো বাহরাইন, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।

অভিবাসী শ্রমিকদের সুরা এবং তাদের অধিকার নিশ্চিত করার উপায়গুলো নিয়ে আলোচনা করতে এশিয়ার কর্মী রপ্তানিকারী দেশগুলোর ১০টি মিলে কলম্বো প্রসেসের যাত্রা শুরু হয়।

২০০৩ সালে শ্রীলঙ্কার কলম্বোতে প্রথম এই দেশগুলোর মন্ত্রীপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। ২০০৪ সালে ফিলিপাইনের ম্যানিলায় এবং ২০০৫ সালে ইন্দোনেশিয়ার বালিতে সদস্য দেশগুলোর প্রতিনিধিরা তৃতীয় বৈঠকে বসেন।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad