ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

কল-কারখানা ঢাকার বাইরে নেয়ার পরামর্শ মুর্শেদীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১১
কল-কারখানা ঢাকার বাইরে নেয়ার পরামর্শ মুর্শেদীর

প্রতিদিনই রাজধানীতে জনসংখ্যা বাড়ছে। প্রায় দেড় কোটি মানুষের এ শহরটি পরিত্যক্ত নগরীতে পরিণত হতে চলেছে।

একারণে রাজধানীর ওপর চাপ কমাতে কল-কারখানা ঢাকার বাইরে নেয়ার পরামর্শ দিয়েছেন বিজিএমইএ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী।

বুধবার বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) কার্যালয়ে আব্দুস সালাম মুর্শেদী তার বিদায়ী সংবাদ সম্মেলনে এ প্রস্তাব তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, শিল্প কারখানার কারণে ঢাকায় দিন দিন সমস্যা বৃদ্ধি পাচ্ছে। ঢাকার বাইরে শিল্প এলাকা বা ইকোনমিক জোন গঠন করে ঢাকা থেকে সব কারখানা সরিয়ে ফেলা সম্ভব।

তিনি আরো বলেন, গ্যাস, বিদ্যুৎ ও অবকাঠামো নিশ্চিত করে শিল্প কারখানার স্থানান্তরের ক্ষেত্রে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল সম্ভাব্য স্থান হতে পারে। পদ্মা সেতু হলে ঢাকার সঙ্গে ওই অঞ্চলের সংযোগ সৃষ্টি হবে। মংলা বন্দরের যথাযথ ব্যবহারও এ ক্ষেত্রে নিশ্চিত করা সম্ভব হবে।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।