ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরছে: ডিএসই সভাপতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১১
বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরছে: ডিএসই সভাপতি

ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সভাপতি শাকিল রিজভী বলেছেন, অর্থমন্ত্রীর নানা পদক্ষেপের কারণে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসতে শুরু করেছে।

বাজারের এ সংকটকালে সরকারের সাপোর্ট প্রয়োজন, তবে সাপোর্ট না পেলেও বাজার একসময় নিজ শক্তিতেই ঘুরে দাঁড়াবে বলেও আশা প্রকাশ করেন তিনি।



মঙ্গলবার ডিএসই কার্যালয়ে সাংবাদিকরা সাম্প্রতিক পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে মতামত জানতে চাইলে ডিএসই সভাপতি এসব কথা বলেন।

‘সোমবার বাজার পতনের জন্য আতঙ্কই দায়ী’ বলে তিনি বলেন,

এক প্রশ্নের জবাবে ডিএসই সভাপতি সাংবাদিকদের বলেন, বাজারে এ দরপতনের পেছনে কোনো চক্র কাজ করতে পারে, তা নাহলে অনেক ভালো ভালো কোম্পানির শেয়ারের মূল্য মৌল ভিত্তির নিচে নেমে আসতো না।

তিনি আরও বলেন, ‘এখন যেহেতু অনেক ভালো কোম্পানির শেয়ারের দাম কমে গেছে তাই পুঁজিবাজারে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করা উচিৎ। ’

ডিএসই সভাপতি বলেন, ‘বাজারের গড় ‘পি-ই’ রেশিও অনেক কম সুতরাং বিনিয়োগকারীরা পুঁজিবাজারের উপর আস্থা রাখতে পারে। ’

বাজরের এ সংকটময় মুহূর্তে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগ বাড়ানো উচিৎ বলে উল্লেখ করে তিনি বলেন, মার্চেন্ট ব্যাংক ও কম্পানিগুলো যদি বিনিয়োগ না করে তাহলে পুঁজিবাজারে তাদের ভূমিকা কি এ সম্পর্কে একটি নীতিমালা বা আইন প্রণয়ন করা যেতে পারে।

বাংলাদেশ সময় : ১৬০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।