ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শেয়ারবাজার

পূর্ণাঙ্গ বাংলা ওয়েবসাইট চালু করলো ডিএসই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩০ ঘণ্টা, মে ২২, ২০১৪
পূর্ণাঙ্গ বাংলা ওয়েবসাইট চালু করলো ডিএসই

ঢাকা: বিনিয়োগকারীদের দীর্ঘদিনের প্রত্যাশা ও দাবির প্রেক্ষিতে পূর্ণাঙ্গ বাংলা ওয়েবসাইট চালু করেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ডিএসই’র বোর্ড রুমে পূর্ণাঙ্গ এ বাংলা ওয়েবসাইট উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অধ্যাপক ড. স্বপন কুমার বালা।


 
ডিএসই’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ- মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত বছর ১৮ ফেব্রুয়ারি ডিএসই’র ওয়েবসাইটের পাশাপাশি বাংলা ওয়েবসাইট চালু কর‍া হয়। সময়ের প্রয়োজনেই বিনিয়োগকারীদের সুবিধার কথা বিবেচনা করে পর্যায়ক্রমে বাংলা ওয়েবসাইটের বিভিন্ন বিষয় হালন‍াগাদ করা হয়।
 
বর্তমানে ডিএসই’র অফিসিয়াল ওয়েবসাইটের বাংলা সংস্করণে ডিএসই’র ট্রেনিং প্রশিক্ষণ একাডেমি সম্পর্কে তথ্য, চলমান কর্মসূচিসমুহ, আসন্ন কর্মসূচিসমুহ, অভ্যন্তরীণ পাঠ্যসূচি, আন্তর্জাতিক পাঠ্যসূচি, ডিএসই’র প্রশিক্ষণপঞ্জি, প্রশিক্ষকবৃন্দ, ডিএসই প্রশিক্ষণ একাডেমি আর্কাইভ, ডিএসই প্রশিক্ষণ একাডেমিতে ফলাবর্ত (ফিডব্যাক), ওটিসি বাজার সম্পর্কে তথ্য, ওটিসি সম্পর্কিত বিভিন্ন নির্দেশনা, ওটিসি কোম্পানিসমুহের বিবরণী, ওটিসি তথ্য সম্ভার, আমার পোর্টফোলিও ইত্যাদি বিষয় সংযুক্ত করা হয়েছে।
 
ডিএসই ওয়েবসাইটের বাংলা সংস্করণে একজন বিনিয়োগকারী সব তালিকাভুক্ত কোম্পানি সম্পর্কে যথাযথ তথ্যের পাশাপাশি সিকিউরিটিজ সংশ্লিষ্ট বিষয়ক বিভিন্ন তথ্য পেতে পারেন।
 
বিনিয়োগকারীরা bangla.dsebd.org অথবা bangla.dsebd.org অথবা ডিএসই’র ইংরেজী ওয়েবসাইটের উপরে ‘বাংলা সংস্করণ’ অপশনে ক্লিক করে বাংলা ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করতে পারবে।
 
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ডিএসই’র মহাব্যবস্থাপক (মার্কেট ডেভেলাপমেন্ট) মো. ছামিউল ইসলাম, উপ-মহাব্যবস্থাপক মো. শাহীন সারওয়ার হোসেইন (হেড অব আইসিটি), উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান ও উপ-মহাব্যস্থাপক ডিএসই ট্রেনিং একাডেমি মিসেস হোসনে আরা পারভিন প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ২৩২০ ঘণ্টা, মে ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।