ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

শেয়ারবাজার

সূচক ও লেনদেন কমে সপ্তাহ শেষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, মে ২২, ২০১৪
সূচক ও লেনদেন কমে সপ্তাহ শেষ

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার মূল্যসূচকের সঙ্গে লেনদেনের পরিমাণও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।



সপ্তাহের প্রথম তিন কার্যদিবসে সূচক কমার পাশাপাশি লেনদেনও কমেছিল উল্লেখযোগ্য হারে। সপ্তাহের দ্বিতীয় ও তৃতীয় কার্যদিবস সোমবার ও মঙ্গলবার ডিএসইতে গত আট মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়। পরবর্তীতে চতুর্থ কার্যদিবস বুধবার ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক বাড়ে ৪৭ পয়েন্ট। একই সঙ্গে ওইদিন লেনদেনও বাড়ে।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৬ পয়েন্ট কমে ৪ হাজার ৩৮৪ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১৫ পয়েন্ট কমে ১ হাজার ৫৮৯ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৯ পয়েন্ট কমে ৯৭২ পয়েন্টে স্থির হয়।

আগের দিনের মতো এদিনও সকাল সাড়ে ১০টায় লেনদেনের শুরুতে সূচক বাড়ে। বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৪১ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬১৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৭ পয়েন্ট বেড়ে ৯৮৯ পয়েন্টে ওঠে আসে। এর পরই সূচক নিম্নমুখী হয়।

বেলা ১১টা ৫৫ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪২৮ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬০৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট বেড়ে ৯৮৩ পয়েন্টে স্থির হয়।

দুপুর ১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক সামান্য কমে ৪ হাজার ৪০৯ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৬ পয়েন্ট কমে ১ হাজার ৫৯৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২ পয়েন্ট কমে ৯৭৯ পয়েন্টে দাঁড়ায়। এরই ধারাবাহিকতায় শেষ হয় দিনের লেনদেন।

বৃহস্পতিবার লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮৭টির, কমেছে ১৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির দাম।

লেনদেন হয় মোট ২৫৮ কোটি ৭৯ লাখ ৯৮ হাজার টাকা।

আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল মোট ২৭১ কোটি ৩৫ লাখ টাকা।  

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- লাফার্জ সুরমা সিমেন্ট, হাইডেলবার্গ সিমেন্ট, এবি ব্যাংক, এসআলম কোল্ড রোল্ড স্টিলস, ওরিয়ন ফার্মা, অ্যাপোলো ইস্পাত, বিএসআরএম স্টিল, হা-ওয়েল টেক্সটাইল, স্কয়ার ফার্মা ও অ্যাক্টিভ ফাইন।

এদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সিএসইর সিএসসিএক্স সূচক ৪০ পয়েন্ট কমে ৮ হাজার ৪৩২ পয়েন্টে পৌঁছে। এছাড়া সিএসই-৩০ সূচক ৬৪ পয়েন্ট কমে ১১ হাজার ১১৪ পয়েন্টে দাঁড়ায়।

এ স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া ২০৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬২টির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির দাম।

লেনদেন হয়েছে মোট ১৯ কোটি ৬৬ লাখ টাকা।   আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল মোট ২৩ কোটি ৫৬ লাখ টাকা।

বাংলাদেশ সময় : ১১০৭ ঘণ্টা, মে ২২, ২০১৪/আপডেটেড ১৪৫০ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।