ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

শেয়ারবাজার

বাজেট প্রস্তাবনা বাস্তবায়নে বিএসইসির সুপারিশ চায় ডিএসই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, মে ৮, ২০১৪
বাজেট প্রস্তাবনা বাস্তবায়নে বিএসইসির সুপারিশ চায় ডিএসই

ঢাকা: শেয়ারবাজার বান্ধব বাজেট প্রণয়নের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) যেসব প্রস্তাব দেওয়া হয়েছে তা বাস্তবায়নে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) অর্থমন্ত্রী বরাবর সুপারিশের অনুরোধ জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
 
বৃহস্পতিবার দুপুরে বিএসইসির সঙ্গে প্রাক-বাজেট ও সার্বিক বাজার নিয়ে আলোচনায় এ সুপারিশ করার অনুরোধ জানানো হয়।


 
বৈঠক শেষে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার বালা বলেন, ‘আজকের বৈঠকে আসন্ন বাজেট নিয়ে আলোচনা হয়েছে। আমরা এনবিআরের কাছে যেসব প্রস্তাব দিয়েছি তা অর্থ মন্ত্রণালয়কে বিবেচনায় নিতে বিএসইসিকে সুপারিশ করার জন্য অনুরোধ জানিয়েছি। ’
 
এছাড়া ডিমিউচ্যুয়ালাইজেশন পরবর্তী আমাদের কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি স্টক এক্সচেঞ্জের ব্যয় সংকোচন, বাজারে জন্য নতুন প্রোডাক্ট আনা, স্ট্রাটেজিক ইনভেস্টর পার্টনার খোঁজার অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
 
বাজেট প্রস্তাবনায় ডিএসইর সুপারিশগুলোর মধ্যে রয়েছে- লভ্যাংশের ওপর উৎসে কর প্রত্যাহার, শেয়ারবাজারের বর্তমান সংকট কাটাতে আগামী অর্থবছরের বাজেটে ৫ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন, শেয়ারহোল্ডারদের লভ্যাংশ আয়ের ওপর কর অব্যাহতি সীমা বর্তমানের ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকায় উন্নীত করা, নতুন ক্ষুদ্র বিনিয়োগকারীদের শেয়ারবাজারে বিনিয়োগে আগ্রহী করে তুলতে ১ লাখ টাকার ওপর বিনিয়োগে আয়কর ক্রেডিট বিদ্যমান ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশে উন্নীত করার প্রস্তাব করা।
 
এছাড়া ব্যাংক, বীমা এবং ব্যাংকবহির্ভূত আর্থিক খাতের তালিকাভুক্ত কোম্পানির প্রাতিষ্ঠানিক করহার সাড়ে ৩২ শতাংশে নামিয়ে আনার দাবি জানানো হয়েছে।
 
বৈঠকে বিএসইসির চেয়ারম্যান প্রফেসর ড. এম খায়রুল হোসেন, কমিশনার হেলাল উদ্দিন নিজামী, আমজাদ হোসেন, আরিফ খান, আবদুস সালাম শিকদার, ডিএসইর চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া, স্বতন্ত্র পরিচালক রুহুল আমিন, পরিচালক শাকিল রিজভী, মোহাম্মদ শাহজাহান, খাঁজা গোলাম রসূল, শরিফ আনোয়ার হোসেনসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, মে ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।