ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

শেয়ারবাজার

সূচক, লেনদেন ও অধিকাংশ শেয়ারের দর বাড়ল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, মে ৬, ২০১৪
সূচক, লেনদেন ও অধিকাংশ শেয়ারের দর বাড়ল

ঢাকা: দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার মূল্যসূচকের সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। একই সঙ্গে বেড়েছে লেনদেন হওয়া অধিকাংশ শেয়ারের দর।

এদিন লেনদেনের চার ঘণ্টাতেই ঊর্ধ্বমুখী সূচকে লেনদেন হয়।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, মঙ্গলবার ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৫৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৬২ পয়েন্টে উন্নীত হয়। এছাড়া ডিএস-৩০ সূচক ২১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৬৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০ পয়েন্টে দাঁড়ায়।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় লেনদেনের শুরু থেকেই ডিএসইর মূল্যসূচক বাড়তে থাকে। বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫২৮ পয়েন্ট হয়। এছাড়া ডিএস-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৫৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬ পয়েন্টে স্থির হয়।

বেলা সাড়ে ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৪৪ পয়েন্টে ওঠে আসে। এছাড়া ডিএস-৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৬৪ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১ পয়েন্টে স্থির হয়। এরপর সূচক কিছুটা কমে যায়।

দুপুর ১২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৪৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৪৯ পয়েন্টে ওঠে আসে। এছাড়া ডিএস-৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৬৩ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯ পয়েন্টে স্থির হয়। এভাবেই দিনভর লেনদেন চলে।

এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৩৬টির, কমেছে ৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির দাম।

লেনদেন হয়েছে মোট ৪৪৭ কোটি ৯৫ লাখ টাকা।

আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল মোট ৩৬৮ কোটি ১৪ লাখ টাকা।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- গ্রামীণফোন, বিচ হ্যাচারি, ইউসিবিএল, এমারেল্ড ওয়েল, সেন্ট্রাল ফার্মা, অলিম্পিক, মতিন স্পিনিং, এসিআই, স্কয়ার ফার্মা ও ইস্টার্ন হাউজিং লিমিটেড।

এদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ১০৯ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭৮২ পয়েন্টে পৌঁছে। তবে সিএসই-৩০ সূচক ৪৬ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৫৯৩ পয়েন্টে অবস্থান করে।

এ স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া ২২১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৬০টির, কমেছে ৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির দাম।

লেনদেন হয়েছে মোট ৩১ কোটি ৭৩ লাখ টাকা।

বাংলাদেশ সময় : ১১১১ ঘণ্টা, মে ০৬, ২০১৪/ আপডেটেড ১৪৪৩ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।