ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

পুঁজিবাজারে কারসাজির নায়কদের চিহ্নিত করতে তথ্য দিন : তদন্ত কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১১

ঢাকা : পুঁজিবাজারের অস্বাভাবিক উথান-পতনের পেছনের নায়কদের চিহ্নিত করার সুবিধার্থে তথ্য পাঠানোর আহবান জানিয়েছেন শেয়ারবাজারের কারসাজির নেপথ্য উদঘাটন কমিটি।

বৃহস্পতিবার কমিটির চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ বাজারের স্বার্থে সবাইকে এ আহবান জানান।


 
কমিটির প্রধান খোন্দকার ইব্রাহিম খালেদ এক প্রেস বার্তায় বলেন, ‘যে কেউ ইচ্ছা করলে যে কোনো গুরুতর তথ্য কমিটির কাছে দিতে পারবে। যিনি তথ্য দেবেন তার পরিচয় গোপন রাখা হবে। ’

তিনি শেয়ারবাজারের সব স্টেকহোল্ডার, ক্রয়-বিক্রয়কারী, মার্কেট রিলেটেড সংস্থা, কোম্পানি, গবেষক, অবলোকনকারী ও সর্বসাধারণকে কমিটির তদন্ত কাজের সহযোগিতার জন্য তথ্য দেওয়ার আহবান জানান।

তথ্য দেওয়ার জন্য :
ফেক্স নম্বর : ৯০০৬৭৫৬, ৯৫৫২৪১০, ৮১১৯২৯৮
ই-মেইল : [email protected] / [email protected]/ [email protected]

বাংলাদেশ সময় : ১৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।