ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

শেয়ারের অভিহিত মূল্য পরিবর্তনের কার্যক্রম স্থগিত

গোলাম সামদানী, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১১
শেয়ারের অভিহিত মূল্য পরিবর্তনের কার্যক্রম স্থগিত

ঢাকা: শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকা থেকে ১০ টাকায় রূপান্তরের সকল কার্যক্রম স্থগিত করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে এ সংক্রান্ত সব প্রক্রিয়া বন্ধ রাখতে বলা হয়েছে।



গত বছরের ১০ মে জারি করা প্রজ্ঞানের কার্যকারিতা স্থগিত করে এসইসির পক্ষ থেকে বুধবার এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

এরইমধ্যে বিষয়টি এসইসি দুই স্টক এক্সচেঞ্জকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে।

এসইসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বাংলানিউজের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।  

গত বছরের ১০ মে জারি করা ওই প্রজ্ঞাপনের মাধ্যমে অভিহিত মূল্য পরিবর্তনের বিষয়টি কোম্পানির উপর ছেড়ে দেওয়ার পর থেকেই শেয়ারবাজারে নানা নেতিবাচক প্রবণতা শুরু হয়।

অভিহিত মূল্য পরিবর্তনের ফলে কোম্পানির মৌলভিত্তিতে কোনো প্রভাব না পড়লেও একের পর এক কোম্পানি এ সুযোগ গ্রহণ করে। ফলে বাজারে শেয়ারের দরে ব্যাপক প্রভাব পড়ে।

শেয়ারবাজারের অতি মূল্যায়নের পেছনে এই ইস্যুটিও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে বিশ্লেষকরা মনে করেন।

একারণে বাজারে বড় ধরনের বিপর্যয় নেমে আসার পর অন্য অনেক বিষয়ের সঙ্গে অভিহিত মূল্য পরিবর্তনের প্রবণতাও ব্যাপকভাবে সমালোচিত হয়। এর পরিপ্রেক্ষিতে এ সংক্রান্ত প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত করা হয়।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।