ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

বাজারে ইনসেপটার ইনসুলিন ভাইব্রেনটা : ডায়াবেটিস চিকিৎসায় নতুন দিগন্তের সূচনা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১১

ঢাকা: ডায়াবেটিস চিকিৎসায় নতুন দিগন্তের সূচনা করলো দেশিয় ওষুধ কোম্পানি ইনসেপটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড।

প্রথমবারের মতো ইনসেপটা ডায়াবেটিস নিয়ন্ত্রণে ইনসুলিন গ্লারজিন ‘ভাইব্রেনটা’ নামে বাজারজাত করেছে।

আগে গ্লারজিনের জন্য বাংলাদেশের রোগীদের আমদানি করা বিদেশি ওষুধের ওপর নির্ভর করতে হতো।

২০১০ সালের ১৩ ডিসেম্বর দেশিয় ওষুধ কোম্পানিগুলোর মধ্যে ইনসেপটা ফার্মাসিউটিক্যালস প্রথমবারের মতো বাংলাদেশে ইনসুলিন গ্লারজিন প্রস্তুত ও বাজারজাত করে। এ উপলক্ষে বুধবার রাজধানীর একটি হোটেলে ‘ডায়াবেটিস নিয়ন্ত্রণে ইনসুলিন গ্লারজিনের ভূমিকা’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রায় ৭০০ চিকিৎসক অংশ নেন।

সেমিনারে ডায়াবেটিস নিয়ন্ত্রণে ইনসুলিন গ্লারজিনের ভূমিকার ওপর বক্তব্য রাখেন বিশিষ্ট জার্মান বিজ্ঞানী ড. কার্ট এবারহার্ড ড্রেগার। গ্লারজিন আবিষ্ককারকদের অন্যতম ড. ড্রেগার ইনসুলিনের ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক একে আজাদ খান। ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচারক আবদুল মুক্তাদি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সেমিনারের আয়োজকরা জানান, বাংলাদেশে প্রায় ৬০ লাখ ডায়াবেটিক রোগী আছেন। এর মধ্যে ১৩ লাখ রোগীর ইনসুলিন প্রয়োজন হয়। কিন্তু সাধারণ সব ইনসুলিনই দিনে একাধিকবার নিতে হয়। তাছাড়া হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি তো রয়েছেই।

বর্তমানে বিশ্বব্যাপী নতুন প্রযুক্তির ইনসুলিন এনালগ বেশ চাহিদা তৈরি করেছে। এমনই একটি এনালগ হলো ইনসুলিন গ্লারজিন। গ্লারজিনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো- এটি দিনে মাত্র এক বার নিলেই ২৪ ঘণ্টা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে। ফলে রোগীরা ইনসুলিন ইনজেশন নেওয়ার স্বাভাবিক ভীতি থেকে মুক্তি পায়। তাছাড়া এর মাধ্যমে সাধারণ ইনসুলিনের বেশ কিছু পার্শ্বপ্রতিক্রিয়াও এড়িয়ে যাওয়া সম্ভব।  

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।