ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমলেও সূচক বেড়েছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১১
বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমলেও সূচক বেড়েছে

ঢাকা: বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমলেও বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ মূল্য সূচক বেড়েছে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ২৫৬টি কোম্পানির মধ্যে ১৮২ টি কোম্পানির শেয়ারের দাম কমেছে।

বিপরীতে বেড়েছে মাত্র ৬৭টি কোম্পানির শেয়ারের দাম।

তবে এদিন লেনদেন হওয়া প্রায় সব খাতের শেয়ারের দাম কমলেও বেড়েছে ব্যাংকিং খাতের শেয়ারের দাম। এতে সাধারণ মূল্যসূচক বেড়েছে।

বুধবার ডিএসইতে লেনদেন হওয়া ৩০টি ব্যাংকের শেয়ারের মধ্যে ২৮টির শেয়ারের দাম বেড়েছে। কমেছে মাত্র ২টি ব্যাংকের শেয়ারের দাম।

অন্যদিকে আর্থিক প্রতিষ্ঠান, বীমা, প্রকৌশল, বিদ্যুৎ ও জ্বালানি, সিমেন্ট, টেক্সটাইল, সিরামিকস এবং খাদ্য-সংশ্লিষ্ট খাতের প্রায় সব শেয়ারের দাম কমেছে।

এদিন ব্যাংকিং খাতের শেয়ারের দাম বাড়াকে স্বাভাবিক বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। তাদের মতে আগামী মাস থেকেই ব্যাংকিং খাতের শেয়ারের লভ্যাংশ ঘোষণা শুরু হবে। বিশেষ করে গত বছর ব্যাংকগুলো বড় ধরনের মুনাফা করায় চলতি বছরে ভালো লভ্যাংশ ঘোষণা আসতে পারে। এ কারণে বিনিয়োগকারীরা এ খাতে বিনিয়োগ অনেকটা নিরাপদ মনে করছেন।

অন্যদিকে বীমা, আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের দাম গত কয়েক দিন ঊর্ধমুখী থাকায় এ খাতে কিছুটা মূল্য সংশোধন হচ্ছে বলে বাজার বিশ্লেষকদের অভিমত।

ডিএসইর সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. সালাউদ্দিন আহমেদ খান বাংলানিউজকে বলেন, বাজার বেশ স্বাভাবিক রয়েছে। টানা চার দিন সূচকের ঊর্ধমুখী থাকার পর সোম ও মঙ্গলবার সূচক কমেছে এবং বুধবার আবার সূচক বেড়েছে। এভাবে চলতে থাকলে বাজারে সাধারণ বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসবে।

বুধবার দিনশেষে ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ৭৪১ কোটি ৪৮ লাখ টাকা। এটি আগের দিনের চেয়ে প্রায় ১৯৭ কোটি টাকা কম। সাধারণ মূল্য সূচক আগের দিনের চেয়ে ২৮ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৩০৯  দশমিক ১৩ পয়েন্টে উন্নীত হয়।  

          
বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।