ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

মার্জিন লোন নির্ধারণ করবে মার্চেন্ট ব্যাংক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১১
মার্জিন লোন নির্ধারণ করবে মার্চেন্ট ব্যাংক

ঢাকা: মার্জিন লোন নির্ধারন করার দায়িত্ব মার্চেন্ট ব্যাংকগুলোর ওপর ছেড়ে দিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন(এসইসি)।

মঙ্গলবার এসইসির সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন এর যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।



সভা শেষে বিকালে এসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান সাংবাদিকদের বিষয়টি অবহিত করেন।

এখন থেকে প্রতি ছয় মাস অন্তর মার্চেন্ট ব্যাংকগুলো বছরে দুইবার (১ জানুয়ারি ও ১ জুলাই) মার্জিন লোন পূণর্নির্ধারন করবে।

পাশাপাশি প্রতি মাসের ৭ তারিখের মধ্যে ডিএসই ও সিএসই তাদের সদস্য স্টক ব্রোকারদের কাছ থেকে পূর্ববর্তী মাসের মার্জিন লোনের হিসাব বিবরণী সংগ্রহ করে এসইসিতে জমা দিবে।

অন্যদিকে মার্চেন্ট ব্যাংকগুলো একই সময়ের মধ্যে এই বিবরণী সরাসরি এসইসিতে জমা দিবে।

আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে এ ব্যপারে ডিএসই, সিএসই ও মার্চেন্ট ব্যাংকগুলো একটি নীতিমালা করে এসইসিতে জমা দিবে।

একইসঙ্গে তারা গ্রাহকের হিসাবে রক্ষিত সিকিউরিটিজের মূল্যায়ন পদ্ধতি, মার্জিন কল ও ফোর্সসেল এর প্রয়োজনীয় নিয়ামাবলী এসইসির বিধি বিধান ও আইন অনুসরন করে আরেকটি নীতিমারা প্রণয়ন করবে এবং তা এসইসিতে জমা দিবে।
 
এ ব্যপারে সাইফুর রহমান বলেন, এখন থেকে এসইসি মার্জিন লোন আর নির্ধারণ করে দিবে না। বিষয়টি মার্চেন্ট ব্যাংকগুলো নির্ধারণ করবে। পুঁজিবাজার সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ করে কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, ১৮ ফেব্রুয়ারি ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।