ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ভ্রাম্যমাণ আদালতের অভিযান ॥ দু’টি প্রতিষ্ঠানকে জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৫ ঘণ্টা, জুলাই ১৫, ২০১০

ঢাকা: বিএসটিআইয়ের অনুমোদন এবং পণ্যের গায়ে মূল্য লেখা না থাকায় ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার রাজধানীর দু’টি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন।

আদালত সূত্রে জানায়, ভ্রাম্যমাণ আদালত দুপুরে তেজগাঁও শিল্প এলাকার এম কে বিজনেস অ্যান্ড কমিউনিকেশন নামের একটি পানি বিশুদ্ধকরণ কারখানায় অভিযান চালান।

এসময় বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় ভোক্তা অধিকার আইনে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে আদালত মালিবাগের চৌধুরীপাড়ায় ইভানা কেবল ইন্ডাস্ট্রি নামের একটি বৈদ্যুতিক তার তৈরির কারখানায় অভিযান চালান। প্রতিষ্ঠানটির বাজারজাত করা তারের লেবেলে সর্বোচ্চ খুচরা মূল্য না থাকায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

বিএসটিআই পরিচালিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঢাকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন। এ সময় বিএসটিআইয়ের উপ-পরিচালক আসিফ হোসেন ও মহানগর দাঙ্গা পুলিশের একটি দল আদালতকে সহযোগিতা করেন।

বাংলাদেশের সময় ১৯৫৭ ঘন্টা, জুলাই ১৫, ২০১০


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।