ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

শুরুতেই ডিএসইর সূচক ঊর্ধ্বমুখি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১১

ঢাকা: সপ্তাহ শুরুর দিন রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ঊর্ধ্বমুখি রয়েছে। সেই সঙ্গে বেড়েছে অধিকাংশ শেয়ারের দাম।



ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সকাল ১১টায় লেনদেন শুরু পর থেকে সাধারণ সূচক বাড়তে থাকে। দুপুর ১২টা ৫৪ মিনিটে সাধারণ সূচক ১২৫ পয়েন্ট বেড়ে৭৫১০ দশমিক ৯৮ এ দাঁড়ায়।

ওই সময় পর্যন্ত ৫১৪ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। লেনদেন হওয়া ২৫২টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১৯১টির, কমেছে ৫৪টির এবং বাকি ৭টির দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।