ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

বসার জায়গা নেই তদন্ত কমিটির!

গোলাম সামদানী, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১১
বসার জায়গা নেই তদন্ত কমিটির!

ঢাকা: পুঁজিবাজারে দরপতনের ঘটনা তদন্তে সরকার গঠিত তিন সদস্যের কমিটি জায়গার অভাবে রোববার কাজ শুরু করতে পারিনি। বসার জায়গা নির্ধারণের জন্য বেলা তিনটায় এসইসির চেয়ারম্যানের সঙ্গে বৈঠক বসবে তদন্ত কমিটি।



তদন্ত কমিটির চেয়ারম্যান খোন্দকার ইব্রাহীম খালেদ রোববার সকালে বাংলানিউজকে বলেন, ‘আমরা এখনও বসার জায়গা পাইনি। এজন্য কমিটি কাজ শুরু করতে পারেনি। ’

তিনি বলেন, ‘রোববারের মধ্যে বিষয়টি আমাদের জানানোর কথা থাকলেও এসইসি কোনো যোগাযোগ করেনি। ’

খোন্দকার ইব্রাহীম খালেদ বলেন, ‘যেহেতু আমাদের সময় বেঁধে দেওয়া হয়েছে। সেকারণে আমরা বসে থাকতে পারি না। এজন্য বেলা তিনটায় সময় আমরা এসইসি চেয়ারম্যানের সঙ্গে আবারও বৈঠকে বসবো। ’

এরআগে গত বৃস্পতিবার পুঁজিবাজারে সঙ্কট তদন্তে গঠিত কমিটি বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সঙ্গে প্রথম বৈঠক করে।

এময় ইব্রাহীম খালেদ বলেছিলেন, ‘এসইসি চেয়ারম্যানের সঙ্গে এ সাক্ষাৎ ছিলো মূলত পরিচয় পর্ব। কমিটি সদস্যদেরই সবার সঙ্গে সবার ভালো পরিচয় নেই। এসইসির অনেক কর্মকর্তার সঙ্গেও সেভাবে পরিচয় হয়নি। ’

সংস্থার অফিস এখনো ঠিক হয়নি জানিয়ে তিনি বলেছিলেন, ‘আমরা কোথায় বসে কাজ করবো। আপাতত এসইসিতেও বসার জায়গা আছে বলে জানা নেই। ’

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।