ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ফার্নেস অয়েলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনা দাবি করেছে বিকেএমইএ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১১

ঢাকা: সরকারের কাছে ফার্নেস অয়েলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছে নিট পোশাক মালিকদের সংগঠন বিকেএমইএ।

শনিবার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।


 
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ ও গ্যাসের অপ্রতুলতা ও অনিয়মিত সরবরাহ রফতানিমুখি শিল্পের জন্য এক বিরাট অশনি সংকেত। এ অবস্থায় উৎপাদনের ধারাবাহিকতা অক্ষুন্ন রাখা ও ক্রেতাদের ধরে রাখতে শিল্প মালিকরা এখন ফার্নেস অয়েলের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। এর ব্যয় হিসাব করেই ক্রেতাদের কাছ থেকে রফতানি আদেশ নেওয়া হয়েছে। এখন বাড়তি দামে ফার্নেস অয়েল কিনলে উৎপাদন ব্যয় বেড়ে যাবে এবং অনেককেই লোকসান দিতে হবে।
 
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পরিস্থিতিতে অনেকেই কারখানা বা উৎপাদন বন্ধ করে দিতে পারেন। ফলে রফতানি আদেশ ক্ষতিগ্রস্ত ও দীর্ঘদিনের বাজার হাতছাড়া হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। যা সার্বিকভাবে দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে। তাই  ফার্নেস অয়েলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার প্রয়োজন রয়েছে।

বাংলাদেশ সময় : ২০০০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।