ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

দেশের ৬৫তম কল সেন্টারের যাত্রা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১১
দেশের ৬৫তম কল সেন্টারের যাত্রা শুরু

ঢাকা: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে দেশে ৬৫তম কল সেন্টার হিসেবে যাত্রা শুরু করলো মেগাবাইট ট্রেড প্রাইভেট লিমিটেড।

শনিবার বিকেলে রাজধানীর শুক্রাবাদ বাজারে এর কার্যালয় উদ্বোধন করেন বিজ্ঞান ও আইসিটি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।



উদ্বোধনী বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ‘কল সেন্টারগুলো কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখানে সাধারণ মেধাসম্পন্ন শিক্ষার্থীদেরও কাজে লাগানো যায়। ভবিষ্যতে এই পেশা গার্মেন্টস সেক্টরকেও পেছনে ফেলবে বলে আমি মনে করি। ’

বর্তমান বিশ্বে প্রযুক্তি প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনের ধারার সঙ্গে নিজেদের তাল মিলিয়ে চলার জন্য দেশের তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান তিনি।

স্থপতি ইয়াফেস ওসমান বলেন, ‘মোবাইল ফোনকে শুধু ফোন হিসেবে নয়, তথ্যকেন্দ্র হিসেবে কাজে লাগাতে হবে। প্রধানমন্ত্রীর ভিশন ২০২১ ঘোষণা অনুযায়ী দেশে অনলাইন পেমেন্ট সিস্টেম, এসএমএসের মাধ্যমে ফল, ফরম পূরণ, কৃষকদের তথ্য সরবরাহসহ বিভিন্ন সেক্টরে তথ্য প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। ’

বর্তমানে বিশ্বের ৩০টি আউট সোর্সিং দেশের মধ্যে বাংলাদেশ একটি বলে জানান তিনি।

প্রযুক্তি খাতের উন্নয়নের জন্য সরকার সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত বলে জানান তিনি।

কল সেন্টারসহ দেশের প্রযুক্তি খাতের উন্নয়নের জন্য সরকারের সহযোগিতা কামনা করেন মেগাবাইট ট্রেড প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিয়াজ হায়দার ।

তিনি বলেন, ‘বাংলাদেশের আইটি প্রফেশনালরা বিশ্বমানের। তাদের এই প্রতিভা বিশ্ববাসীর সামনে উপস্থাপনের জন্য বিভিন্ন আন্তজার্তিক বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ প্রয়োজন। ’

এ জন্য সরকারের সব ধরনের পৃষ্ঠপোষকতা কামনা করেন রিয়াজ হায়দার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিটিআরসির মহাপরিচালক একেএম শহীদুজ্জামান, বাংলাদেশ কল সেন্টার অ্যাসোসিয়েশনের সভাপতি আহমেদুল হক, স্টান্ডার্ড ব্যাংক লিমিটেডের পরিচালক ও মেগাবাইট ট্রেড প্রাইভেট লিমিটেডের উপদেষ্টা লায়ন ফিরোজুর রহমান এবং মেগাবাইট ট্রেড প্রাইভেট লিমিটেডের কর্মীরা।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।