ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কিছুটা বেড়েছে: বাণিজ্যমন্ত্রী

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১১
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কিছুটা বেড়েছে: বাণিজ্যমন্ত্রী

গোপালগঞ্জ: বাণিজ্যমন্ত্রী লে. কর্নেল  (অব.) মুহাম্মদ ফারুক খান বলেছেন, এ মুহূর্তে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কিছুটা বেড়েছে। গত ৬ মাসে আন্তর্জাতিক বাজারে নিত্যব্যবহার্য জিনিসের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় তার প্রভাব পড়েছে এদেশে।



মন্ত্রী শনিবার দুপুরে জেলার মুকসুদপুর উপজেলা সদরের এস জে উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী শেষে স্থানীয় সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ইন্টারনেটে ঢুকলেই দেখতে পারবেন  প্রতিবেশী যে কোনো দেশের তুলনায় এ দেশে দ্রব্যমূল্য অনেক কম রয়েছে। ’

ইরি-বোর ধান উঠলে চালসহ অনেক পণ্যের দাম কমে যাবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘ভোজ্য তেল, চিনি, ডালসহ আমদানিনির্ভর পণ্যের দাম কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। এসব পণ্য প্রচুর আমদানি করে মজুদ গড়ে তুলে দাম কমানো হবে। ’

বিরোধীদল দ্রব্যমূল্য নিয়ে যেসব বক্তব্য দিচ্ছে তা ঠিক নয় দাবি করে ফারুক খান বলেন, ‘তাদের এ ব্যাপারে কথা বলার অধিকার নেই। ’

তিনি অভিযোগ করেন, চারদলীয় জোট সরকারের সময়ে সিন্ডিকেট করে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়-মতার বাইরে নিয়ে যাওয়া হয়েছিল। মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছিল। দেশের মানুষ সেটা ভুলে যায়নি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এ সরকার নিত্যব্যবহার্য জিনিসি নিয়ে ব্যবসা, কমিশন বা সিন্ডিকেট করেনি। এ কারণে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম অসহনীয় পর্যায়ে পৌছায়নি। ’

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আতিকুর রহমান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুকসুদপুর উপজেলা চেয়ারম্যান রবিউল আলম সিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ রায়হান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আকরাম হোসেন জাফর, উপজেলা ভাইসচেয়ারম্যান আশরাফুল আলম শিমুল, তাপসী বিশ্বাস দুর্গা, শিক সুনীল বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে মন্ত্রী মুকসুদপুর ডিগ্রি কলেজ মাঠে  একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় সুফলভোগীদের মধ্যে গাভী বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।