ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

মার্চেন্ট ব্যাংকারদের সংবাদ সম্মেলন

শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরতে শুরু করেছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১১

ঢাকা : শেয়ারবাজারে বড় দরপতনের যে ধাক্কা লেগেছিল তার ধকল অনেকটাই সামলে নিচ্ছে বাজার। এরই মধ্যে বাজারে বিনিয়োগকারীদের আস্থা ও তারল্য পরিস্থিতির ল্যণীয় উন্নতি হয়েছে।

ধীরে ধীরে বাজার স্বাভাবিক অবস্থায় ফিরছে। এতে করে শেযারবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসতে শুরু করেছে।
 
গত তিন দিনের বাজার পরিস্থিতি পর্যালোচনার এবং করণীয় নির্ধারণের ল্েয বৃহস্পতিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) এক বৈঠকে এ অভিমত প্রকাশ করা হয়।

বৈঠকে বিএমবিএ পক্ষ থেকে গত তিন দিনের বাজার পর্যবেণ এবং মূল্যায়ন তুলে ধরে হয়। বৈঠক শেষে এক ব্রিফিংয়ে বিএমবিএর সভাপতি শেখ মর্তুজা আহমেদ এসব কথা বলেন। এ সময় অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য আবদুল আওয়াল এবং  আআই শমসের (মাহিন) উপস্থিত ছিলেন।

মর্তুজা আহমেদ বলেন, ‘একটি বিশেষ পরিস্থিতির পর মঙ্গলবার থেকে পুনরায় লেনদেন শুরু হয়েছে। বাজার পরিস্থিতি পর্যালোচনা ও সদস্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে কোনো সমস্যা আছে কি-না তা জানার বিষয়টিও ছিল বৈঠকের অন্যতম উদ্দেশ্য। ’

তিনি বলেন, ‘বৈঠকে সবাই একমত হয়েছেন বাজার যথেষ্ট স্বাভাবিক। বাজার নিয়ে বিনিয়োগকারীদের আচরণ প্রত্যাশার সঙ্গে সঙ্গতিপূর্ণ। বড় ধরনের দরপতন এবং সরকারসহ সংশ্লিষ্টদের নেওয়া বিভিন্ন পদক্ষেপের পর বিনিয়োগকারীদের যেমন আচরণ করার কথা ছিল তেমনটিই করেছেন তারা। বিশেষ করে বৃহস্পতিবারের বাজার চিত্র ছিল খুবই ইতিবাচক। আগের দু’দিন বিক্রেতার অভাবে বাজারে লেনদেন খুব কম থাকলেও আজ ক্রেতা-বিক্রেতার ভারসাম্য অনেকটাই ফিরে আসে। এর ফলে লেনদেনের পরিমাণ বেড়েছে। ’
 
শেখ মর্তুজা আহদেন বলেন, ‘কিছুদিন আগেও মার্চেন্ট ব্যাংকগুলোর মধ্যে আস্থা ও তারল্য সংকট ছিল। এরই মধ্যে এই অবস্থার উন্নতি হয়েছে। বেশ কিছু মার্চেন্ট ব্যাংকের তারল্য সংকট পুরোপুরি কেটে গেছে। কলমানি মার্কেটে সুদের হার পাঁচ শতাংশে নেমে এসেছে। মুদ্রা বাজারের এই অবস্থা চলতে থাকলে বাকি মার্চেন্ট ব্যাংকগুলোর তারল্য পরিস্থি’তিরও উন্নতি ঘটবে। ’

বাংলাদেশের সময় : ২০৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।