bangla news

সপ্তাহজুড়ে সূচক কমলেও বেড়েছে লেনদেন

44 |
আপডেট: ২০১৪-০২-২৮ ১১:৫৫:০০ পিএম

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহজুড়ে সূচক কমলেও বেড়েছে লেনদেন। গত সপ্তাহে ডিএসই লেনদেন বেড়েছে ৩৫ দশমিক ৯২ শতাংশ।

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহজুড়ে সূচক কমলেও বেড়েছে লেনদেন। গত সপ্তাহে ডিএসই লেনদেন বেড়েছে ৩৫ দশমিক ৯২ শতাংশ।
 
অন্যদিকে, গত সপ্তাহে ডিএসইর সাধারণ সূচক(ডিএসইএক্স) কমেছে ১১ দশমিক ৩১ পয়েন্ট, ডিএসই শরীয়াহ সূচক বেড়েছে ৭ দশমিক ১৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক বেড়েছে ৫ দশমিক ৮৯ পয়েন্ট।
 
এদিকে সপ্তাহজুড়ে সিএসই’র সকল সূচক কমেছে। সিএসসিএক্স সূচক কমেছে ৫৪ পয়েন্ট, সিএসই-৩০ সূচক কমেছে ৮০ পযেন্ট এবং সিএএসপিআই সূচক কমেছে ৯০ পয়েন্ট।  এছাড়া গত সপ্তাহে সিএসইতে লেনদেন বেড়েছে ৪৭ কোটি ৭৪ লাখ ৩৬ হাজার ৯৭৮ টাকা।
 
গত সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসইর সাধারণ সূচক (ডিএসইএক্স) ছিল ৪ হাজার ৭৬১ দশমিক ১৮ পয়েন্ট। সপ্তাহ শেষে বৃহস্পতিবার সূচক বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৪ হাজার ৭৪৯ দশমিক ৮৭ পয়েন্টে। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে সূচক (ডিএসইএক্স) কমেছে ১১ দশমিক ৩১ পয়েন্ট বা ০ দশমিক ২৪ শতাংশ।
 
অন্যদিকে, সপ্তাহজুড়ে ডিএসই-৩০ সূচক ৫ দশমিক ৮৯ পয়েন্ট এবং শরীয়াহ সূচক ৭ দশমিক ১৩ পয়েন্ট বেড়েছে।
 
এদিকে, গত সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সিএসইর সিএসসিএক্স সূচক ছিল ৯ হাজার ৩৪১ পয়েন্টে। সপ্তাহ শেষে বৃহস্পতিবার সূচক কমে দাঁড়ায় ৯ হাজার ২৮৭ পয়েন্টে। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে সিএসসিএক্স সূচক কমেছে ৫৪ পয়েন্ট বা ০ দশমিক ৫৮ শতাংশ।
 
অন্যদিকে গত সপ্তাহের অধিকাংশ কার্যদিবসেই ডিএসই ও সিএসই’র সূচকে মিশ্র প্রবণতা ছিল। এছাড়া কমেছে ডিএসই ও সিএসইতে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম।
 
গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন বেড়েছে ৩৫ দশমিক ৯২ শতাংশ। লেনদেন হয়েছে মোট দুই হাজার ৫৩৫ কোটি ৭৩ লাখ ৩৯ হাজার ৩৩৭ টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৮৬৫ কোটি ৬৬ লাখ ১৮ হাজার ৮৪৪ টাকা।
 
গত সপ্তাহের ৫ কার্যদিবসে ডিএসইর ৩০২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৯২টির, কমেছে ১৯২টির ও অপরিবর্তিত ছিল ১৩টির দাম। কোনো লেনদেন হয়নি ৫টি প্রতিষ্ঠানের। এর আগের সপ্তাহে লেনদেন হওয়া প্রতিষ্ঠাগুলোর মধ্যে দাম বেড়েছিল ১৫৮টির, কমেছে ১১৯টির ও অপরিবর্তিত ছিল ২২টির দাম। কোনো লেনদেন হয়নি ৩টি প্রতিষ্ঠানের।
 
ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
 
এদিকে মোট ৫ কার্যদিবসের ডিএসই’র দৈনিক গড় লেনদেন বেড়েছে। গত সপ্তাহে দৈনিক গড় দাঁড়ায় ৫০৭ কোটি ১৪ লাখ ৬৭ হাজার ৮৬৭ টাকা; যেখানে এর আগের সপ্তাহে গড় ছিল ৩৭৩ কোটি ১৩ লাখ ২৩ হাজার ৭৬৯ টাকা। অর্থাৎ গত সপ্তাহে এর আগের সপ্তাহের চেয়ে গড় লেনদেন বেড়েছে ৩৫ দশমিক ৯২ শতাংশ।
 
ডিএসইতে বেড়েছে শেয়ার লেনদেনের পরিমাণ। গত সপ্তাহে ডিএসইতে মোট ৪৪ কোটি ৯ লাখ ৩০ হাজার ২৪৮টি শেয়ার হাতবদল হয়েছে। যেখানে গত সপ্তাহের আগের সপ্তাহে ছিল ৩৮ কোটি ৩৭ লাখ ৬৪ হাজার ৫২৬টি। সুতরাং গত সপ্তাহে শেয়ার লেনদেন বেড়েছে ১৪ দশমিক ৯০ শতাংশ।
 
সাপ্তাহিক দাম বাড়ার ভিত্তিতে ডিএসইর শীর্ষ দশ কোম্পানি হলো- আলহাজ টেক্সটাইল (৪১ দশমিক ৯৪ শতাংশ দাম বেড়েছে), ইস্টার্ন ব্যাংক (৩১ দশমিক ৬০ শতাংশ), রেনউইক যজ্ঞেশ্বর (২৩ দশমিক ৫৮ শতাংশ), এপেক্স স্পিনিং (২২ দশমিক ৬০ শতাংশ), দেশ গার্মেন্টস (২০ দশমিক ৮৬ শতাংশ), বাংলাদেশ শিপিং কর্পোরেশন (১৮ দশমিক ৬৩ শতাংশ), মিথুন নিটিং(১৭ দশমিক ৮৮ শতাংশ), সিঙ্গার বিডি (১৬ দশমিক ৬১ শতাংশ), এপেক্স ট্যানারি (১৫ দশমিক ৩৯ শতাংশ) এবং কহিনুর কেমিকেল (১৫ দশমিক ২২ শতাংশ)।
 
অন্যদিকে সপ্তাহ শেষে দাম কমার ভিত্তিতে ডিএসইর শীর্ষ কোম্পানিগুলো হলো- জেনারেশন নেক্সট (২০ দশমিক ৪৫ শতাংশ দাম কমে), প্রাইম ইন্সুরেন্স (১৮ দশমিক ২৬ শতাংশ), এনসিসিবিএল মি. ফান্ড (১৪ দশমিক ৪২ শতাংশ), এফসি অ্যাগ্রো (৯ দশমিক ৮১ শতাংশ), আইপিডিসি (৯ দশমিক ৪৬ শতাংশ), ইসলামিক ফিন্যান্স (৯ দশমিক ০০ শতাংশ), মার্কেন্টাইল ব্যাংক (৮ দশমিক ৭৬ শতাংশ), পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স (৮ দশমিক ০৯ শতাংশ), বিআইএফসি (৮ দশমিক ০২ শতাংশ) এবং কে অ্যান্ড কিউ (৮ দশমিক ০০ শতাংশ)।
 
বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, মার্চ ০১, ২০১৪

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2014-02-28 23:55:00