ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

রবি বা সোমবার আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে পুঁজিবাজার তদন্ত কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১১
রবি বা সোমবার আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে পুঁজিবাজার তদন্ত কমিটি

ঢাকা: পুঁজিবাজারে দরপতনের ঘটনা তদন্তে সরকার গঠিত তিন সদস্যের কমিটি আগামী রোববার বা সোমবার আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে।

বৃহস্পতিবার বিকেলে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) চেয়ারম্যান জিয়াউল হক খন্দকারের সঙ্গে সাক্ষাৎ শেষে কমিটি চেয়ারম্যান খোন্দকার ইব্রাহীম খালেদ সাংবাদিকদের এ কথা জানান।



এ সময় তার সঙ্গে ছিলেন সংস্থার দুই সদস্য বিআইবিএম চেয়ারম্যান তৌফিক আহমেদ চৌধুরী ও আইসিএবির সাবেক সভাপতি আবদুল বারী।

ইব্রাহীম খালেদ বলেন, ‘এসইসি চেয়ারম্যানের সঙ্গে এ সাক্ষাৎ ছিলো মূলত পরিচয় পর্ব। কমিটি সদস্যদেরই সবার সঙ্গে সবার ভালো পরিচয় নেই। এসইসির অনেক কর্মকর্তার সঙ্গেও সেভাবে পরিচয় হয়নি। ’

কমিটি প্রয়োজন মনে করলে আরো সদস্য নিয়োগ করতে পারে বলে অর্থমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সে প্রসঙ্গে মনোযোগ আকর্ষণ করা হলে ইব্রাহীম খালেদ বলেন, ‘আপাতত তিন সদস্যের কমিটিই কাজ শুরু করবে। নতুন কাউকে নেওয়ার দরকার হলে নেওয়া হবে। ’

তিনি বলেন, ‘কাজ করতে গিয়ে কোথাও আটকে যাবো বলে মনে হয় না। কমিটি কাজটা সুষ্ঠূভাবে করতে পারবে বলে আশা করি। সময় যেহেতু দু’মাস। তাই ৫/৭ দিনের মধ্যেই পরিকল্পনা চূড়ান্ত করবো। ’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সাংবাদিক তো বটেই, পুঁজিবাজারের স্বার্থে যে কোনো নাগরিক তদন্ত কমিটিতে তথ্য দিতে পারবেন। ’

তিনি জানান, তদন্ত সংস্থা চেয়ারম্যান হিসেবে গত রাতে (বুধবার) তিনি চিঠি পেয়েছেন।

তবে সংস্থার অফিস এখনো ঠিক হয়নি জানিয়ে তিনি বলেন, ‘আমরা কোথায় বসে কাজ করবো। আপাতত এসইসিতেও বসার জায়গা আছে বলে জানা নেই। ’

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।