ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ঢাকা থেকে ব্যাংকক এয়ারওয়েজ ফ্লাইট চালু হচ্ছে ২৭ মার্চ

ইশতিয়াক হুসাইন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১১
ঢাকা থেকে ব্যাংকক এয়ারওয়েজ ফ্লাইট চালু হচ্ছে ২৭ মার্চ

ঢাকা: আকর্ষণীয় প্যাকেজ নিয়ে আসছে ব্যাংকক এয়ারওয়েজ। ঢাকা থেকে আগামী ২৭ মার্চ ফ্লাইটটি চালু হচ্ছে।

  ব্যাংকক এয়ারওয়েজ নতুন প্যাকেজ সম্পর্কে এখনই বিস্তারিত কিছু জানাতে রাজি হয়নি। তবে স্থানীয় এজেন্ট জুপিটার লজিস্টিক সূত্রে একথা জানাগেছে।

সূত্র জানায়, এয়ারবাস ১৬২ সিটের ইকোনোমিক কাসের এয়ারবাস এ৩২০-২০০ মডেলের উড়োজাহাজ দিয়ে সপ্তাহে সাতদিন ফাইট পরিচালনা করবে ব্যাংকক এয়ারওয়েজ।  

মেডিক্যাল ও ভ্রমণপিপাসু যাত্রীই হবে তাদের প্রধান টার্গেট। তাদের বর্তমানে এয়ারবাস এ৩২০-২০০, এটিআরসহ ১৭টি উড়োজাহাজ রয়েছে।    

প্রাথমিকভাবে সপ্তাহে ৭টি ফাইট চালু পরিকল্পনা নিলেও পরবর্তীতে এ সংখ্যা আরো বাড়তে পারে। মার্চে ভারতের মুম্বাইয়ে এবং ফেব্রুয়ারিতে চীনের গুইলিনসহ কয়েকটি নতুন গন্তব্যে ফ্লাইট চালু করতে যাচ্ছে ব্যাংকক এয়ারওয়েজ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর বিপুল সংখ্যক যাত্রীর বিষয়টি চিন্তা করেই এই অঞ্চলে নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ব্যাংকক এয়ারওয়েজ।

জুপিটার লজিস্টিকের কর্মকর্তা রিপন বড়ুয়া বাংলানিউজকে বলেন, মার্চের মধ্যে যাতে তারা কাজ শুরু করতে পারেন সেজন্যে প্রস্তুতি চলছে। এজন্য প্রয়োজনীয় অনুমোদনের প্রক্রিয়া চলছে। সবকিছু ঠিকঠাক মতো চললে মার্চেই ফ্লাইট চালু করতে পারবেন তারা।  

মিয়ানমারের ইয়াঙ্গুন, হংকং, মুম্বাই, লাওস, মালে, সিঙ্গাপুরসহ ১৬টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে ব্যাংকক এয়ারওয়েজ। ঢাকা থেকে ব্যাংকক যাওয়ার পর ১৫টি গন্তব্যে যাওয়ার সুযোগ রয়েছে ব্যাংকক এয়ারওয়েজের ফ্লাইটে।

১৯৬৮ সালে এয়ারট্যাক্সি সার্ভিসেসের মাধ্যমে এই প্রতিষ্ঠানটি যাত্রা শুরু হয়। পরবর্তীতে ১৯৮৯ সালে ব্যাংকক এয়ারওয়েজ নামে যাত্রা শুরু করে।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জানুয়রি ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।