ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

এনসিসি ব্যাংক ব্রোকারেজ হাউজের স্থগিতাদেশ প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১১
এনসিসি ব্যাংক ব্রোকারেজ হাউজের স্থগিতাদেশ প্রত্যাহার

ঢাকা: সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন ২৬ জানুয়ারি এক চিঠিতে (স্মারক নং-এসইসি/এনফোর্সমেন্ট/৮৬৮/২০১১/৪৮) এনসিসি ব্যাংক লিঃ এর ডিএসই সদস্য নং-৬১ ও সিএসই সদস্য নং-১৩২ এর নিবন্ধন সনদের স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছে।  

২৬ জানুয়ারি থেকেই এ প্রত্যাহার আদেশ কার্যকর করা হয়েছে বলে এনইসি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এনসিসি ব্যাংক গত ২৪ জানুয়ারি শুনানীতে অংশ নিয়ে এ ব্যাপারে তাদের ব্যাখ্যা এবং তাৎক্ষণিকভাবে যথাযথ ব্যবস্থা নেয়ায় এ সিদ্ধান্ত গৃহিত হয়েছে বলে এসইসি তার চিঠিত জানায়।

বাংলাদেশ সময় ১৮১৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।