ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

শেয়ার বাজারের ঘটনা তদন্তে অপর দুই সদস্য চূড়ান্ত

সোহেল রহমান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১১
শেয়ার বাজারের ঘটনা তদন্তে অপর দুই সদস্য চূড়ান্ত

ঢাকা: সরকার শেয়ারবাজার কেলেংকারির ঘটনা তদন্তে গঠিত কমিটির অপর দুই সদস্য চূড়ান্ত করেছে। দুই সদস্যের একজন হচ্ছেন বিআইবিএম’র চেয়ারম্যান তৌফিক আহমেদ চৌধুরী এবং অপর সদস্য হচ্ছেন আইসিএবি’র সাবেক সভাপতি আবদুল বারী, এফসিএ।



বুধবার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী দুই মাসের মধ্যে কমিটি তাদের প্রতিবেদন এসইসি চেয়ারম্যানের কাছে দাখিল করবেন।

এর আগে মঙ্গলবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কমিটির চেয়ারম্যান হিসেবে কৃষি ব্যাংকের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহীম খালেদের নাম ঘোষণা করেছিলেন।

অর্থমন্ত্রী বুধবার এই দুই সদস্যের কথা এসইসি’র চেয়ারম্যানকে জানান। অর্থমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর এসইসি প্রজ্ঞাপন জারি করে।  সরকারের সঙ্গে আলোচনা করে তদন্ত কমিটি ঘোষণা করবে তারা কবে থেকে কাজ শুরু করবেন।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, ২৬ জানুয়ারি, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।