ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ব্র্যাক ব্যাংক ও বিটিআই সমঝোতা চুক্তি সই

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১১
ব্র্যাক ব্যাংক ও বিটিআই সমঝোতা চুক্তি সই

ঢাকা: সম্প্রতি ব্র্যাক ব্যাংক লিমিটেড ও বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেডের(বিটিআই) মধ্যে সমঝোতা চুক্তি সই হয়েছে।

এই চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংক তার সম্পদ এস.এম.ই. লোন এবং হোম লোনের মাধ্যমে বি.টি.আই.-এর গ্রাহকদের বাণিজ্যিক এবং আবাসিক ফ্যাট কিনতে বিশেষ সুবিধা দিবে।

সমঝোতা চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পে সই করেন ব্রাক ব্যাংকের হেড অফ এস.এম.ই. ব্যাংকিং সৈয়দ ফরিদুল ইসলাম এবং বি.টি.আই’র মহা-ব্যবস্থাপক (বিক্রয়) এ. কে. এম. শাহাদাত হোসেন।

চুক্তিসই অনুষ্ঠানে জানানো হয়, ব্র্যাক ব্যাংকের গ্রাহকগণ বি.টি.আই.-এর বিভিন্ন ভবিষ্যৎ প্রজেক্টসমুহের ওপর নিত্যনতুন তথ্য (প্রজেক্টের অবস্থান, মূল্য) পাবেন। পরবর্তিতে, বি.টি.আই. ব্র্যাক ব্যাংকের গ্রাহকদের বি.টি.আই আয়োজিত অনুষ্ঠান/মেলাতে তালিকাভুক্তি/সদস্যভুক্তি/অন্তর্ভুক্তির ব্যাপারে অগ্রাধিকারভিত্তিক সেবা প্রদান করবে।

বাংলাদেশ সময়: ১৯৪০ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।