ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

রোববার লেনদেন বন্ধ, লেনদেন স্থগিত ৬ ব্রোকার হাউজের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১১
রোববার লেনদেন বন্ধ, লেনদেন স্থগিত ৬ ব্রোকার হাউজের

ঢাকা: অস্বাভাবিক লেনদেনের কারণে ৬ ব্রোকারেজ হাউজের লেনদেন ১ মাসের জন্য স্থগিত করেছেন নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন(এসইসি)।   পাশাপাশি রোববার দুই স্টক এক্সচেঞ্জে শেয়ার লেনদেন বন্ধ থাকবে।



বৃহস্পতিবার বিকেলে এসইসি’র পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

ব্রোকারেজ হাউজগুলো হচ্ছে- আইআইডিএসসি, এনসিসি ব্যাংক, ঢাকা ব্যাংক, আল আরাফা ব্যাংক, অ্যালায়েন্স সিকিউরিটিজ ও পিএফআই সিকিউরিটিজ। এসব হাউসের লেনদেন ১মাস বন্ধ থাকবে।

তবে এ সময়ে এসব হাউজের হিসাবধারীরা একাউন্ট ট্রান্সফার করে লেনদেন করতে পারবেন।

একইসঙ্গে এ ৬ ব্রোকারেজ হাউজের প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) ১ মাস দায়িত্ব পালন না করার জন্যও বলা হয়েছে।

অস্বাভাবিক লেনদেনের জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন এসইসির সিনিয়র সদস্য ইয়াসিন আলী।

জানা যায়, এসইসি’র সার্ভিলেন্স বিভাগ প্রতিটি ব্রোকারেজ হাউজের লেনদেনের তথ্য যাচাই করতে গিয়ে এ কয়টি ব্রোকারেজ হাউজ পরিকল্পিতভাবে অনেক কম দামে শেয়ার কেনার দর প্রস্তাব করেছে। আর তাদের লেনদেন চিত্র ছিল বেশ অস্বাভাবিক।

বৃহস্পতিবার ঢাকার শেয়ার বাজারে লেনদেন শুরুর একটু পরই গত কয়েক দিনের চেয়েও ভয়াবহ দরপতন শুরু হয়। ৫মিনিটের মধ্যেই সূচক কমে যায় প্রায় ৬০০পয়েন্ট। আর তখনি বন্ধ করে দেওয়া হয় লেনদেন।

আর ধারাবাহিক দরপতনের প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েন বিনিয়োগকারীরা। মতিঝিল-মিরপুরসহ রাজধানীর বিভিন্ন স্থানে চলে বিক্ষোভ-ভাঙ্চুর। বেশ কয়েকজনকে আটক করে পুলিশ।

ঢাকার বাইরে চট্টগ্রাম, কুমিল্লা, সিলেটসহ বিভিন্ন জেলায় বিনিয়োগকারীদের বিক্ষোভ করার কথা জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৮০৫ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।