ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

নীলফামারী ইপিজেডে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশসহ আহত ৫০

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১১

নীলফামারী: জেলার উত্তরা ইপিজেডে শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষে ১৫ পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়েছে।

গ্রেপ্তারকৃত নয় শ্রমিকের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে শ্রমিকরা বৃহস্পতিবার সকালে নীলফামারী-সৈয়দপুর সড়ক অবরোধের চেষ্টা করলে এই সংঘর্ষ ঘটে।

 

নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে আন্দোলনরত শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দিতে পুলিশ লাঠিচার্জ শুরু করলে শ্রমিকরা তাদের ওপর হামলা করে। পরে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ ৫০ রাউন্ড রাবার বুলেট ও ১০০ রাউন্ড টিয়ার গ্যাস ছোড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে অতিরিক্ত র‌্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad