ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

বিলম্বে লেনদেন শুরুর সিদ্ধান্তে বিক্ষোভ করছে বিনিয়োগকারীরা

গোলাম সামদানী, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১১
বিলম্বে লেনদেন শুরুর সিদ্ধান্তে বিক্ষোভ করছে বিনিয়োগকারীরা

ঢাকা: বিলম্বে লেনদেন শুরুর সিদ্ধান্তে ঢাকা সিকিউরিটিজ এক্সচেঞ্জের (এসইসি) সামনে বিক্ষোভ করছে বিনিয়োগকারীরা। দুপর সাড়ে ১২টার দিকে বিনোয়াগকারীরা এক্সচেঞ্জের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে।



এদিকে দেশের প্রধান দুটি শেয়ার বাজারে এখন থেকে প্রতিদিন দুই ঘণ্টা করে লেনদেন করার সিদ্ধান্ত জারী করে এসইসি। দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত লেনদেন চলবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই নির্দেশ বৃহস্পতিবার থেকে কার্যকর হচ্ছে।

এ ব্যাপারে এসইসির নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ বাংলানিউজকে বলেন, ‘ডিএসই’র আবেদনের পরিপ্রেক্ষিতেই এসইসি এ সিদ্ধান্ত নিয়েছে। ’

তিনি আরও বলেন, ডিএসই’র পরিচালনা পর্যদের পক্ষ থেকে এসইসি’কে প্রতিদিন লেনদেন দুই ঘণ্টা বিলম্বে শুরুর আবেদন করা হয়। তাদের আবেদনেই এসইসি এখন থেকে প্রতিদিন বেলা ১টা থেকে লেনদেন শুরুর সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।