bangla news

স্টক ডিলার সনদ পেল সাকো সিকিউরিটিজ

67 |
আপডেট: ২০১৪-০১-২৯ ৬:৩১:৩৩ এএম

সাকো (এসএসিও) সিকিউরিটিজ লিমিটেডকে স্টক-ডিলার রেজিস্ট্রেশন সনদ প্রদান করেছে পুঁজিবাজার  নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ঢাকা: সাকো (এসএসিও) সিকিউরিটিজ লিমিটেডকে স্টক-ডিলার রেজিস্ট্রেশন সনদ প্রদান করেছে পুঁজিবাজার  নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
 
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
 
জানা গেছে, আবেদনের পরিপ্রেক্ষিতে বিএসইসি প্রতিষ্ঠানটিকে স্টক-ডিলারের রেজিস্ট্রেশন  সনদ প্রদান করেছে। রেজিস্ট্রেশন সনদ নং REG.-3.1/DSE-46/2013/514। ছয় ডিজিটের আইডি হচ্ছে DLRSAS ও কোম্পানি কোড হলো 200046 এবং ডিএসই সদস্য নং-৪৬।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৪

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2014-01-29 06:31:33