ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ফরচুন গ্লোবাল ৫’শ কোম্পানির তালিকায় প্রথমবারের মত হুয়াওয়ে

ন্যাশনাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০১০

ঢাকা:  ফরচুন গ্লোবাল ৫’শ কোম্পানির তালিকায় প্রথমবারের মত স্থান করে নিয়েছে বিশ্বের অন্যতম টেলিযোগাযোগ যন্ত্রপাতি সরবরাহকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজিস কোম্পানি লিমিটেড।

মঙ্গলবার হুয়াওয়ের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজস্ব আয়ের দিক থেকে বিশ্বের প্রথম ৫’শ কোম্পানির তালিকায় হুয়াওয়ের স্থান ৩’শ ৯৭।



মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাগাজিন ‘ফরচুন’ গত ৯ জুলাই সেরা ৫’শ কোম্পানির তালিকা প্রকাশ করে। ২০০৯ এ প্রতিকূল অর্থনৈতিক পরিবেশ  সত্ত্বেও হুয়াওয়ের বিক্রয়ের পরিমান ছিল ২১.৮ বিলিয়ন মার্কিন ডলার এবং নীট মুনাফা ছিল ২.৬৭ বিলিয়ন মার্কিন ডলার।

চীনের টেলিযোগাযোগ যন্ত্রপাতি প্রস্তুতকারক হুয়াওয়ে বাংলাদেশের অন্যতম প্রধান টেলিযোগাযোগ যন্ত্রপাতি সরবরাহকারী।

বর্তমানে ৪৫টি দেশের ৫০ টি অপারেটরের এক বিলিয়নের উপর গ্রাহক হুয়াওয়ের প্রযুক্তি ব্যবহার করছে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৯০০ ঘন্টা, জুলাই ১৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।