ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

১ লাখ টন চাল ও গম কেনার প্রস্তাব অনুমোদন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১১
১ লাখ টন চাল ও গম কেনার প্রস্তাব অনুমোদন

ঢাকা: এক লাখ টন চাল ও গম কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এর মধ্যে পঞ্চাশ হাজার মেট্রিক টন আতপ চাল ও ৫০ হাজার মেট্রিক টন গম কেনা হবে।



রোববার কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে এ ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান, খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক ও পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা গেছে, ৫০ হাজার টন চাল আমদানি বাবদ ব্যয় হবে ১৬২ কোটি ৫৬ লাখ টাকা। প্রতি টন চালের মূল্য হচ্ছে ৪৬৯ দশমিক ২২ ডলার।

ইন্দোসিনো ট্রেড প্রাইভেট লিমিটেড এ চাল সরবরাহের অনুমোদন পেয়েছে।  

অন্যদিকে ৫০ হাজার মেট্রিক টন গম আমদানি বাবদ ব্যয় হবে ১৩০ কোটি ৪৫ লাখ টাকা। প্রতি টন গমের মূল্য হচ্ছে ৩৬৮দশমিক ৫১ ডলার।

মেসার্স এম সন্স এ গম সরবরাহের অনুমোদন পেয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।