ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

শেয়ারবাজার: দরপতনে শুরু সপ্তাহের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১১
শেয়ারবাজার: দরপতনে শুরু সপ্তাহের

ঢাকা: আবারো দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বড় ধরনের দরপতন হলো। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসইতে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দামই কমেছে।

পাশাপাশি পতন ঘটেছে সব ধরনের সূচকেরও।
 
এদিন লেনদেন শুরুর মাত্র ৩৫ মিনিটের মধ্যে সাধারণ মূল্যসূচক আগের দিনের তুলনায় ১৬০ পয়েন্ট কমে যায়। বেলা বাড়ার সঙ্গে দরপতনের পরিমাণও বাড়তে থাকে। এক পর্যায়ে দুপুর ১টা ৪০ মিনিটে সাধারণ মূল্যসূচক আগের দিনের তুলনায় ৩১২ পয়েন্ট নেমে যায়। এ নিয়ে এসইসির মধ্যে অস্থিরতাও লক্ষ্য করা গেছে।

তবে দুপুর ২টার পর বাজার আবার কিছুটা চাঙ্গা হতে শুরু করে। তবে দিনশেষে সাধারণ মুল্যসূচক আগের দিনের তুলনায় ১৪১.২৯ পয়েন্ট কমে ৭৪৩৪.৫৯ পয়েন্টে নেমে আসে।
 
রোববার ডিএসইতে লেনদেন হওয়া ২৪৭টি কোম্পানির মধ্যে ২১৫টি কোম্পানির শেয়ারের দাম কমেছে। বিপরীতে বেড়েছে মাত্র ৩২টি কোম্পানির শেয়ারের দাম।

দিনশেষে লেনদেনের পরিমাণ দাঁড়ায় এক হাজার ১৬৬ কোটি টাকা। এটি আগের কার্যদিবসের তুলনায় প্রায় ১০৩ কোটি টাকা বেশি।

এদিন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা শেয়ার ক্রয় করার কারণে মূলত লেনদেন কিছুটা বেড়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad