ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

দেশবন্ধু পলিমারের লেনদেন সোমবার শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১১
দেশবন্ধু পলিমারের লেনদেন সোমবার শুরু

ঢাকা: ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দেশবন্ধু পলিমার লিমিটেডের লেনদেন আগামীকাল সোমবার শুরু হচ্ছে।

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)’র পরিচালনা পরিচালনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

এর আগে গত ২৩ নভেম্বর দেশবন্ধু পলিমারের আইপিও লটারির ড্র রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

কোম্পানিটির শেয়ার পেতে ১৮ লাখ বিনিয়োগকারী আইপিও‘র জন্য আবেদন করেন। এর মধ্যে ৩২ হাজার বিনিয়োগকারী লটারিতে বিজয়ী হন।
 
গত ১৫ ডিসেম্বর সিডিবিএল থেকে বিজয়ী বিনিয়োগকারীদের অ্যাকাউন্টে শেয়ার পাঠিয়ে দেওয়া হয়। এর মধ্যে একজন বিনিয়োগকারী লটারি জিতলেও তার অ্যাকাউন্টে শেয়ার জমা হয়নি। ফলে ওই বিনিয়োগকারী এসইসিতে অভিযোগ করেন।

এ অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ২৭ ডিসেম্বর এসইসি ২ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটি গত ১৪ জানুয়ারির মধ্যে রিপোর্ট জমা দেওয়ার  কথা থাকলেও এসইসি রিপোর্ট সংক্রান্ত কোনও কথা বলতে রাজি হয়নি।

অন্যদিকে ডিএসই সূত্রে জানা গেছে, এসইসির কাছ থেকে লেনদেন বিষয়ে কোনও আপত্তি না থাকায় আগামীকাল  (সোমবার) দেশবন্ধু পরিমারের লেনদেন শুরু হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।