ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

বড় দরপতন দিয়ে শুরু ডিএসইর লেনদেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১১
বড় দরপতন দিয়ে শুরু ডিএসইর লেনদেন

ঢাকা: বড় ধরনের দরপতন দিয়ে সপ্তাহ শুরু করল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। তবে দুপুর পর্যন্ত সূচক কিছু উঠানামা করলেও বেশিরভাগ সময়ই ছিলো নিম্নমুখী।



লেনদেন শুরুর ৩৫ মিনিটের মধ্যে ডিএসই’র সাধারণ মূল্য সূচক আগের দিনের চেয়ে ১৬০ পয়েন্ট কমে ৭ হাজার ৪১৫ ও পৌনে ১২টায় সাত হাজার ৩৮০ পয়েন্টে নেমে, ১২টা ১০ মিনিট পর্যন্ত কিছুটা ঊঠলেও আবারও নামতে থাকে। ১টা ৪০ মিনিটে এ সূচকের অবস্থান দাঁড়ায় সাত হাজার ২৬২ পয়েন্টে। আর ২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কিছুটা উঠে দাঁড়ায় সাত হাজার ৩৭৪ পয়েন্টে।

দুপুর ২টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হওয়া ২৪৫ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ২২৪টির দাম কমেছে। বেড়েছে মাত্র ২০টির।

এক লাখ ২৯ হাজার ৫৩০ বারে হাতবদল হয় ছয় কোটি ৩০ লাখ ৩৪ হাজার ৩৫৩টি শেয়ার ও ইউনিট। এসবের মোট মূল্য ছিল প্রায় ৮২৬ কোটি টাকা।

বাংলাদেশ সময়: ১৪৩০ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad