ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

এসইসি’র সদস্য মনসুর আলমের পদত্যাগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১১
এসইসি’র সদস্য মনসুর আলমের পদত্যাগ

ঢাকা: সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সিনিয়র সদস্য মো. মনসুর আলম পদত্যাগ করেছেন।

এসইসি’র চেয়ারম্যান মো. জিয়াউল হক খন্দকার সিনিয়র সদস্য মনসুর আলমের পদত্যাগের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।



তিনি বাংলানিউজকে বলেন, ‘গতকাল মঙ্গলবার মনসুর আলম ব্যক্তিগত কারণ দেখিয়ে আমার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তার পদত্যাগপত্র গ্রহণ করে এরই মাঝে তা মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। ’

উল্লেখ্য, মঙ্গলবার বিকেলেই অর্থ মন্ত্রণালয় থেকে এসইসি’র সদস্য মনসুর আলমকে পদত্যাগ করার জন্য সংস্থার চেয়ারম্যান বরাবর চিঠি পাঠানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, পদত্যাগ করার আগ পর্যন্ত মনসুর আলমকে যেন তার দায়িত্ব থেকে নিষ্ক্রিয় করে রাখা হয়।

তবে ওই চিঠি আসার আগেই মনসুর আলম পদত্যাগ করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময় ১৪০০ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।