ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

আইসিবি-কে ২শ’ কোটি টাকা ডিমান্ড লোন দিল বাংলাদেশ ব্যাংক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১১

ঢাকা: পুঁজিবাজারের সাম্প্রতিক সঙ্কট থেকে উত্তরণে মঙ্গলবার ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) ২শ’ কোটি টাকা ডিমান্ড লোন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এ অর্থ দিয়ে আইসিবি পুঁজিবাজার থেকে শেয়ার কিনবে বলে জানা গেছে।



এ ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংকের একটি সূত্র জানায়, পুঁজিবাজারের দেখাশোনা করা বাংলাদেশ ব্যাংকের কাজ নয়। তারপরও সার্বিকভাবে পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে বাংলাদেশ ব্যাংক এ অর্থ দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলানিউজকে বলেন, ‘পুঁজিবাজার দেখাশোনা করার দায়িত্ব এসইসি’র (সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন)। সুতরাং পুঁজিবাজারের ভালোমন্দের দায়ভার এসইসিকেই নিতে হবে। ’

তাই পুঁজিবাজারের অস্থিতিশীলতার জন্য কোনও কোনও মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলাদেশ ব্যাংককে দায়ী করায় ুব্ধ কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।