ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

মার্জিন লোন রেশিও কমানোয় কমে গেছে লেনদেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২১ ঘণ্টা, জুলাই ১২, ২০১০

ঢাকা: মার্জিন লোন রেশিও কমিয়ে আনায় গত দু’দিন ধরে পুঁজিবাজারে আর্থিক লেনদেন কমে গেছে।

গত বৃহস্পতিবার মার্জিন লোন রেশিও কমিয়ে ১:১ করার পর গত রোববার তা কার্য়কর করা হয়।

ওই দিনই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমেছে ৫৫৭ কোটি ১৫ লাখ টাকা। লেনদেন কমার এ ধারা আজ সোমবারও অব্যাহত ছিল।
 সোমবার ডিএসইতে এক হাজার একশ’ ৬৯ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। এটি গতকালের চেয়ে ৪৪৯ কোটি টাকা কম। গত দুইদিনে বাজারে লেনদেন কমেছে প্রায় এক হাজার ছয় কোটি টাকা।

এ প্রসঙ্গে এইমস মিউচ্যুয়াল ফান্ডের ব্যবস্থাপনা পরিচালক মো. ইয়াওয়ার সাঈদ বাংলানিউজটোয়েন্টিফোর.বিডিকে বলেন, এসইসি যে রকম চেয়েছিল সে রকমই হচ্ছে। তারা চেয়েছিল বাজারে লেনদেন কমে যাক। লেনদেন কমে গেছে। আবার যদি বাড়াতে চায় তাহলে বাড়াবার সিদ্ধান্ত নেবে।

অন্যদিকে আজ আর্থিক লেনদেন কমলেও বাজার মূলধন, সব সূচক এবং লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। আজ লেনদেন হওয়া ২৫০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৬টির, কমেছে ১১৫টির এবং অবশিষ্ট ৯টির দাম অপরিবর্তিত থাকে। দিনশেষে সাধারণ মূল্য সূচক দাঁড়ায় ছয় হাজার ৩১৩.৩২ পয়েন্ট, যা আগের দিনের চেয়ে ৯.৭৮ পয়েন্ট বেড়ে

অন্যদিকে ডিএসই মূল্য সূচক আগের দিনের চেয়ে ১৮.৫০ পয়েন্ট বেড়ে তিন হাজার ৭৬০.২৭ পয়েন্ট হয়।

এ ব্যাপারে কালাম নামের একজন বিনিয়োগকারী বলেন, মার্জিন লোন রেশিও কমিয়ে আনার প্রথম দিনে বিনিয়োগবারীরা কিছুটা আতঙ্কে থাকায় ওই দিন দরপতন হয়। কিন্তু তারা সেই আতঙ্ক ধীরে ধীরে কাটিয়ে উঠছেন।

টাকার হিসাবে লেনদেনের শীর্ষে থাকা প্রধান ১০টি কো¤পানি হলো তিতাস গ্যাস, বেক্সিমকো লি., ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লি., ন্যাশনাল ব্যাংক লি., লঙ্কাবাংলা ফিন্যান্স, পিপলস লিজিং ফিন্যান্স এন্ড সার্ভিসেস লি., পূবালী ব্যাংক লি., বেক্সিমকো ফার্মা, এবি ব্যাংক লি. ও ব্র্যাক ব্যাংক লি.।

অন্যদিকে শেয়ারের দাম বৃদ্ধি পাওয়া আজকের প্রধান ১০টি কো¤পানি হচ্ছে ইউনাইটেড এয়ারওয়েজ, এইমস ১ম মিউচুয়্যাল ফান্ড, ইউনাইটেড লিজিং কোং, বাটা সু (বিডি) কোম্পানি লি., বাংলাদেশ অক্সিজেন কোং, প্রগতি ইন্স্যুরেন্স, উসমানিয়ে গ্লাস, পিপলস লিজিং ফিন্যান্স অ্যান্ড সার্ভিসেস লি., লঙ্কাবাংলা ফিন্যান্স ও যমুনা ব্যাংক লি.।

দাম কমার শীর্ষে থাকা প্রধান ১০টি কো¤পানি হচ্ছে কাশেম সিল্ক, গালফ ফুডস, মেঘনা পেট্রোলিয়াম, বিডি অটোকারস, আলফা টোব্যাকো, ২য় আইসিবি, লিগেসি ফুট ওয়ার, আনলিমা ইয়ার্ন, ১ম আইসিবি, জুট স্পিনার্স।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৭০২ ঘণ্টা, জুলাই ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।