ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

শেয়ারবাজারের পরিস্থিতির জন্য কেন্দ্রীয় ব্যাংক দায়ী নয় : ডেপুটি গভর্নর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১১
শেয়ারবাজারের পরিস্থিতির জন্য কেন্দ্রীয় ব্যাংক দায়ী নয় : ডেপুটি গভর্নর

ঢাকা : শেয়ারবাজারে বিরাজমান পরিস্থিতির জন্য বাংলাদেশ ব্যাংক দায়ী নয় বলে জানিয়েছেন ব্যাংকের ডেপুটি গভর্নর নজরুল হুদা।
 
সোমবার বিকেলে বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।



ডেপুটি গভর্নর বলেন, শেয়ারবাজার নিয়ে বাংলাদেশ ব্যাংককে জড়িয়ে এক ধরনের বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণ করে মানি মার্কেট।   আর শেয়ারবাজার নিয়ন্ত্রণ করে ‘সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন’ (এসইসি)।
 
তবে বর্তমান পরিস্থিতিতে বাজার থেকে শেয়ার তুলে না নেওয়ার জন্য ব্যাংকগুলোকে পরামর্শ দিয়ে ডেপুটি গভর্নর বলেন, বাংলাদেশ ব্যাংক কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে যা শেয়ার বাজারের সঙ্কট কাটিয়ে উঠতে সহযোগিতা করবে।

সিদ্ধান্তগুলো হচ্ছে- এক খাতের ঋণ অন্য খাতে বিনিয়োগ ও একক ঋণের শর্ত শিথিল এবং ব্যাংকগুলোর জন্য প্রয়োজনীয় তারল্য সরবরাহ নিশ্চিত করা।
 
নজরুল হুদা বলেন, বাজারে তারল্য ঘাটতি নিয়েও একধরনের বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। বাজারে কোন ধরনের তারল্য বা নগদ টাকার ঘাটতি নেই। বাংলাদেশ ব্যাংক অর্থবাজারে প্রচুর পরিমাণ নগদ টাকার সহায়তা দিচ্ছে।
 
তিনি বলেন, অর্থ সরবরাহ বৃদ্ধি করার জন্য বাংলাদেশ ব্যাংক কাজ করে যাচ্ছে।

সোমবারও রেপো এবং তারল্য সরবরাহের জন্য ৭ কোটি টাকা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
 
‘বাংলাদেশ ব্যাংক সিআরআর ও এসএলআর বৃদ্ধি করে বাজারে তারল্য সংকট সৃষ্টির মাধ্যমে শেয়ারবাজারে ধস নামিয়েছে’ বলে একটি মহল প্রচার করলেও প্রকৃতপক্ষে সিআরআর ও এসএলআর মাধ্যমে তুলে নেওয়া তারল্যের তিনগুণ অর্থ বাংলাদেশ ব্যাংক সরবরাহ করেছে বলে জানান নজরুল হুদা।
 
প্রসঙ্গক্রমে তিনি আরো জানান, বর্তমানে ব্যাংকিং খাতে ১৫ হাজার কোটি টাকা অলস পড়ে আছে।  

বাংলাদেশ সময় : ১৮৫৫ ঘণ্টা, ১০ জানুয়ারি , ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।