ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

পুঁজিবাজারে রেকর্ড দরপতন: ঢাকা, সিলেট ও রাজশাহীতে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১১
পুঁজিবাজারে রেকর্ড দরপতন: ঢাকা, সিলেট ও রাজশাহীতে বিক্ষোভ

ঢাকা: পুঁজিবাজারে স্মরণকালের ভয়াভহ দরপতন হয়েছে। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ মূল্য সূচক আগের দিনের চেয়ে ৬শ’ দশমিক ১৯ পয়েন্ট কমে ৭ হাজার ১৩৫ দশমিক ০২ পয়েন্টে নেমে আসে।

এটি পুঁজিবাজারের ইতিহাসে সর্বোচ্চ দরপতন।

এর আগে গত ১৯ ডিসেম্বর ডিএসইতে সাধারণ মূল্য সূচক ৫৫১ দশমিক ৭৬ পয়েন্ট, ১২ ডিসেম্বর ২৮৪ দশমিক ৭৭ পয়েন্ট এবং ১৯৯৬ সালের ৬ নভেম্বর ২৩৩ পয়েন্ট কমেছিল।

এ নিয়ে গত ৫ কার্যদিবসে ডিএসইর সাধারণ মূল্য সূচক কমেছে ১ হাজার ১৫৯ পয়েন্ট।

এদিকে রোববার সকালে লেনদেন শুরুর আগেই সম্ভাব্য বিক্ষোভ ঠেকাতে ডিএসই‘র সামনে ব্যাপক পুলিশ ও র‌্যাব মোতায়েন করে টহল জোরদার করা হয়।

এ সময় পুলিশ জলকামান ও টিয়াল সেল নিক্ষেপ করার গাড়ি নিয়ে প্রস্তুত থাকে।

একইসঙ্গে মতিঝিল থেকে টিকাটুলি পর্যন্ত পুরো এলাকায় পুলিশ ও র‌্যাব সদস্যরা অবস্থান নেয়।

লেনদেন শেষ হওয়ার পর বিনিয়োগকারীরা বিক্ষোভ করার চেষ্টা করলে পুলিশ ও র‌্যাবের তৎপরতায় তা সম্ভব হয়নি।

এরই মধ্যে মামুন নামে এক বিনিয়োগকারীকে আটক করে পুলিশ।

দুপুর ২টার দিকে ডিএসই সামনে থেকে একটি জাতীয় দৈনিকের সাংবাদিককে আটক করে র‌্যাব। পরে সাংবাদিকদের প্রতিবাদের মুখে তাকে ছেড়ে দেওয়া হয়।
 
অন্যদিকে বাজারে সম্ভাব্য দরপতন ঠেকাতে সকালে এসইসি, ডিএসই ও সিএসই যৌথসভা করে বেশ কিছু পদক্ষেপ নেয়।

তারপরও বাজারে দরপতন ঠেকানো যায়নি।

বিনিয়োগকারীরা বাজারের এই দরপতনকে পরিকল্পিত দাবি করে বলেন, ‘একটি মহল ইচ্ছা করে পরিকল্পিতভাবে বাজারে দরপতন ঘটাচ্ছে। আর এজন্য বাংলাদেশ ব্যাংক ও এসইসি দায়ী। ’

দিনশেষে ডিএসইর লেনদেন হওয়া ২৪৪টি কোম্পানির মধ্যে ২৪১টির শেয়ারের দাম কমেছে। বিপরীতে বেড়েছে মাত্র ৩টি কোম্পানির শেয়ারের দাম।

দিনশেষে লেনদেনের পরিমাণ দাড়ায় মাত্র ১ হাজার ৩৩১ কোটি টাকা।
 
অন্যদিকে সিএসইতে এদিন বড় ধরনের দরপতন হয়।

দিনশেষে লেনদেন হওয়া ১৯০টি কোম্পানির মধ্যে ১৮৮টি কোম্পানির শেয়ারের দাম কমেছে। বেড়েছে মাত্র ২টি কোম্পানির শেয়ারের দাম। সাধারণ সূচক আগের দিনের চেয়ে ৮৯৭ পয়েন্ট কমে ১৩ হাজার ২৯৫ পযেন্টে নেমে আসে।

আর্থিক লেনদেনের পরিমাণ দাড়ায় ১৫৪ কোটি টাকা।

বাজারের এই দরপতন সর্ম্পকে ডিএসই সভাপতি মো. শাকিল রিজভী বাংলানিউজকে বলেন, ‘এ অবস্থায় বিনিযোগকারীদের ধৈর্য্য ধরা উচিত। ’
 
অন্যদিকে সিএসই সভাপতি মো. ফকরুউদ্দীন আলী আহমেদ বাংলানিউজকে বলেন, ‘যারা মৌলভিত্তির শেয়ার কিনেছেন তাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। ’  


সাংবাদিক আটকের নিন্দা
এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে থেকে র‌্যাবের সাংবাদিক আটক করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ)।

ফোরামের সভাপতি জিয়াউর রহমান ও সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম হারুন এ ঘটনায় দায়ী র‌্যাব সদস্যের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে সরকারের প্রতি দাবি জানান।


রাজশাহী ও সিলেটে বিক্ষোভ
ঢাকার পুঁজিবাজারের দরপতনের কারণে রাজশাহী ও সিলেটের পুঁজিবাজারেও বিক্ষোভ হয়।
শেয়ারবাজারে ব্যাপক দরপতন ও ঢাকায় বিনিয়োগকারীদের গ্রেপ্তারের প্রতিবাদে রোববার সিলেটে দু’দফা বিক্ষোভ করে বিনিয়োগকারীরা।

সেইসঙ্গে তারা সিকিউরিটিজ একচেঞ্জ কমিশন (এসইসি) চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন।

দুপুর একটায় নগরীর জিন্দাবাজার থেকে প্রথম দফা বিক্ষোভ মিছিল করে চৌহাট্টায় এসে সমাবেশে মিলিত হন বিনিয়োগকারীরা। পরে দুপুর দু’টায় নগরীর আরএন টাওয়ার থেকে মিছিল বের করে একই স্থানে সমাবেশ করেন তারা।

সমাবেশে বক্তারা শেয়ারবাজারে অব্যাহত দরপতনের জন্য এসইসি চেয়ারম্যানকে দায়ী করে তার পদত্যাগ দাবি করেন। পাশাপাশি গ্রেপ্তারকৃত বিনিয়োগকারীদের অবিলম্বে মুক্তি দেওয়ারও দাবি জানান তারা।

এ সময় নগরীর প্রায় সবক’টি ব্রোকারেজ হাউজে লেনদেন বন্ধ ছিল।

এদিকে রাজশাহীর ১০টি ব্রোকারেজ হাউজে তালা ঝুলিয়ে দেন বিক্ষোভকারীরা। এর ফলে শেয়ার বাজারে কেনাবেচা বন্ধ হয়ে যায়।

দরপতনের প্রতিবাদে রোববার দুপুর ১২টার পর বিনিয়োগকারীরা নগরীর ব্রোকারেজ হাউজগুলোতে বেচাকেনা বন্ধ করে দিয়ে রাস্তায় নেমে আসেন।
 
একপর্যায়ে নগরীর সাহেব বাজার এলাকার আইসিবি (ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ) কার্যালয়ের সামনে থেকে তারা বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিল শেষে বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা আইসিবি কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হন।

এ সময় তারা দরপতনের জন্য আবারও এসইসি (সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন) সভাপতিকে দায়ী করে তার পদত্যাগ দাবি করেন।

পরে তারা শহরের সাহেববাজার সড়ক থেকে কুমারপাড়া আলুপট্টি পর্যন্ত এলাকার ১০টি ব্রোকারেজ হাউজে তালা ঝুলিয়ে দেন।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।