ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

শেয়ারবাজারে দরপতন

সিলেটে বিক্ষোভ, এসইসি সভাপতির পদত্যাগ দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১১

সিলেট: শেয়ারবাজারে ব্যাপক দরপতন ও ঢাকায় বিনিয়োগকারীদের গ্রেপ্তারের প্রতিবাদে রোববার সিলেটে দু’দফা বিক্ষোভ করেছে বিনিয়োগকারীরা।

সেইসঙ্গে তারা সিকিউরিটি একচেঞ্জ কমিশন (এসইসি) সভাপতির পদত্যাগ দাবি করেছেন।



সিলেটে বাংলানিউজ’র স্টাফ করেসপন্ডেন্ট সোহেল রহমান জানান, এদিন দুপুর একটায় নগরীর জিন্দাবাজার থেকে প্রথম দফা বিক্ষোভ মিছিল করে চৌহাট্টায় এসে সমাবেশে মিলিত হন বিনিয়োগকারীরা। পরে দুপুর দু’টায় নগরীর আর এন টাওয়ার থেকে মিছিল বের করে একই স্থানে সমাবেশ করেন তারা।

সমাবেশে বক্তারা শেয়ারবাজারে অব্যাহত দরপতনের জন্য এসইসি সভাপতিকে দায়ী করে তার পদত্যাগ দাবি করেন। পাশাপাশি গ্রেপ্তারকৃত বিনিয়োগকারীদের অবিলম্বে মুক্তি দেওয়ারও দাবি জানান তারা।

এ সময় নগরীর প্রায় সবক’টি ব্রোকারেজ হাউজে লেনদেন বন্ধ ছিল।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।