ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

‘শেয়ার বাই ব্যাক’ পদ্ধতি চালুর বিষয়ে পুনর্বিবেচনার অনুরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১১
‘শেয়ার বাই ব্যাক’ পদ্ধতি চালুর বিষয়ে পুনর্বিবেচনার অনুরোধ

ঢাকা: পুঁজিবাজারে সাম্প্রতিক ধসের পর সরকার ঘোষিত ‘শেয়ার বাই ব্যাক’ পদ্ধতি চালুর বিষয়ে পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে তালিকাভুক্ত তিনটি কোম্পানি।
 
সোমবার অর্থ মন্ত্রণালয়ে সামিট পাওয়ার, নাভানা সিএনজি ও খুলনা পাওয়ার লিমিটেডের প্রতিনিধিরা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাৎ করে এ অনুরোধ জানান।



এ অনুরোধের পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় কোম্পানিগুলোকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন বলে মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়।
   
তবে বৈঠকের কথা স্বীকার করলেও বাংলানিউজ’র কাছে আলোচ্য বিষয় নিয়ে কথা বলতে রাজি হননি সামিট পাওয়ার ও খুলনা পাওয়ার লিমিটেডের শীর্ষ কর্মকর্তারা।
 
বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।