ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

মেলায় মেয়েদের চোখ সিরামিকের পণ্যে: ফার সিরামিকে ভীড় চোখে পড়ার মতো

সাইদ আরমান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১১
মেলায় মেয়েদের চোখ সিরামিকের পণ্যে: ফার সিরামিকে ভীড় চোখে পড়ার মতো

ঢাকা: উত্তরা থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এসেছেন বিউটি - আহসান হাবীব দম্পতি। বিয়ে করেছেন গত নভেম্বরে।

এখনো চলছে ঘর গোছানোর কাজ। বিউটি একটি বেসরকারি প্রতিষ্ঠানে আর হাবীব শাহজালাল ইসলামি ব্যাংকে চাকরি করেন।

দুজনেরই ব্যস্ততা। সময় হয়ে ওঠে না। তাই সাপ্তাহিক ছুটির দিনে সুযোগ পেয়ে চলে এসেছেন মেলায়।

বিউটি বলেন, আজ মেলায় এসেছি মূলত সিরামিকের বাসন কোসন কিনতে। একটি ডিনার সেট কিনব। আর কয়েকটি শোপিস। এর বাইরেও আরও কিছু  গৃহস্থলি সামগ্রি কেনার ইচ্ছা আছে।

হাবীব-বিউটি দম্পতির মতো আরও অনেকেই বাণিজ্য মেলায় সিরামিকের পণ্য সামগ্রি কিনতে ভিড় জমাচ্ছেন। সিরামিকস পণ্যে আগ্রহীদের ভীড় দেখা গেলো  ফার সিরামিকস-এর প্যাভিলিয়নে।

ফার সিরামিকস লিমিঢেডের সহকারি মহা ব্যবস্থাপনক সাইদুর রহমান সাইদ বলেন, মেলায় ক্রেতাদের ৭০ ভাগই মূলত নারী।

কেমন সাড়া পাচ্ছেন জানতে চাইলে বলেন, গত বছরের তুলনায় সাড়া এবার ভালো। বিক্রিও বেশি হবে বলে আশা করছি।

ডিনার সেট: সাইদুর রহমান সাইদ জানান, মেলায় তারা বিভিন্ন রং ও ডিজাইনের ডিনার সেট নিয়ে এসেছেন। প্রায় ৪০টি ভিন্ন ডিজাইন তারা তুলেছেন মেলায়। এর মধ্যে ৩২ পিস, ৩৬, ৫২, ১০৩ এবং ১৪২ পিসের ডিনার সেট রয়েছে। দাম পড়ছে ন্যূনতম ২ হাজার। সবোচ্চ ১ লাখ ৭৫ হাজার টাকা পর্যন্ত দামের ডিনার সেট পাওয়া যাবে ফার সিরামিকস এর প্যাভেলিয়নে।

ডিনার সেটের ডিজাইনে পুরাতন এবং নতুনত্ব স্থান পেয়েছে বলে জানান সাইদুর।

টি সেট: ফার সিরামিকস গ্রাহকদের কথা মাথায় রেখে নিয়ে এসেছে ১৫, ২১ এবং ২৬ পিসের টি সেট। প্রায় ১০ টি ভিন্ন রকমের টি সেট পাওয়া যাবে এখানে। ডিজাইনও করা হয়েছে গ্রাহকের পছন্দকে গুরুত্ব দিয়ে। দাম পরবে ১ হাজার ৫শ টাকা থেকে ৫ হাজার টাকা পর্যন্ত।

শোপিস: ফার এবারের মেলায় প্রায় ৫০ রকমের শোপিস দিয়ে সাজিয়েছে তাদের প্যাভিলিয়ন। তার মধ্যে রয়েছে ক্যাঙ্গারু, জয়নুল আবেদীনের গরুর গাড়ি, ফাওয়ার ভাস, অর্নামেন্ট বক্স, হাড়ি, সোপ কেস, বক্সিং হ্যান্ড, লায়ন হেড, ক্যালেন্ডার ইত্যাদি। ১৫০ টাকা থেকে ৫ হাজার টাকা দাম পড়বে এসব কিনতে।

কেউ যদি ডিনার প্লেট, ডেজার্ট প্লেট, কাপ, বাটি আলাদা করে কিনতে চান তারও ব্যবস্থা রয়েছে ফার এর প্যাভিলিয়নে।

মোট ৩০ জন বিক্রিয় কর্মী কাজ করছেন এই প্যাভিলিয়নে। তবে গ্রাহকদের জন্য ঐ অর্থে কোন ছাড় নেই।

সাইদুর রহমান বলেন, আমরা মূলত মেলায় আসি গ্রাহক কে আমাদের পণ্য সম্পর্কে ধারণা দিতে। বিক্রির কোন লক্ষ্য নিয়ে নয়। আমাদের পণ্যের প্রায় ৯০ শতাংশই রপ্তানি হয় বিশ্বের বিভিন্ন দেশে।

ইটালি, জামার্নী, পোল্যান্ড, তুরস্ক, স্পেন, লেবানন, সিরিয়া, ভারত এবং সুইজারল্যান্ডে রপ্তানি হচ্ছে ফার এর পণ্য।  

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, ৮ জানুয়ারি, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।