ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

বিকেএমইএ নির্বাচনে সেলিম ওসমানের নেতৃত্বাধীন নিট পরিষদ জয়ী

স্টাফ করেসপন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, জুলাই ১১, ২০১০
বিকেএমইএ নির্বাচনে সেলিম ওসমানের নেতৃত্বাধীন নিট পরিষদ জয়ী

ঢাকা: বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাচনে সেলিম ওসমানের নেতৃত্বাধীন সম্মিলিত নিট পরিষদ জয়ী হয়েছে।

রোববার নির্বাচনে সম্মিলিত নিট পরিষদ ২৭ টি পরিচালক পদের সবকটিতেই নির্বাচিত হয়।

বিকেএমইএ সচিব সুলভ চৌধুরী এ খবর নিশ্চিত করেছেন।

বিজয়ীরা হলেন নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি এ কে এম সেলিম ওসমান, হাবিবুর রহমান, আবু আহম্মেদ সিদ্দিক, মোহাম্মদ হাতেম, শামীম আহম্মেদ, খাজা আজিজুল হক টুলু, মনসুর আহম্মেদ, আসলাম সানি, এস এম সালাউদ্দিন, শফিকুজ্জামান প্রিন্স, মোহাম্মদ সোহরাওয়ার্দী, শাহজাহান আলম, মঞ্জুরুল হক, নুরুল আলম চৌধুরী, গোলাম জাকারিয়া ভূঁইয়া, হুমায়ুন কবির খান, সৈয়দ হোসেন সরকার, খন্দকার মোফাজ্জল উদ্দিন মনির, শ্যামল কুমার সাহা, ফারুক বিন ইউসুফ পাপ্পু, আনোয়ার কামাল পাশা, আলমগীর কবির, শারাফাত জামিল, মহিউদ্দিন ফারুকী, এফ এম কবির মঈন, এস এম কামরুল আহসান ও গওহর জামিল সিরাজ।

নারায়ণগঞ্জ কাব ও ঢাকার বেইলি রোডে অফিসার্স কাবে সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে।

নিট গার্মেন্ট ব্যবসায়ীদের এ সংগঠনের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৫১১ জন। এর মধ্যে নারায়ণগঞ্জে ৩৩২ জনের মধ্যে ৩২৫ জন ও ঢাকায় ১৭৯ জনের মধ্যে ১৪৭ জন ভোটার ভোট প্রদান করেছেন।  

নির্বাচিত পরিচালকদের ভোটে আগামী ১৩ জুলাই সভাপতি ও চারজন সহ-সভাপতি নির্বাচিত হবেন।

বাংলাদেশ সময় ২২০৫ জুলাই ১১, ২০১০।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।