ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

পুঁজিবাজারে টানা চতুর্থ দিনেও দরপতন অব্যাহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১১
পুঁজিবাজারে টানা চতুর্থ দিনেও দরপতন অব্যাহত

ঢাকা: টানা চতুর্থ দিনের মত পুঁজিবাজারে দরপতন অব্যাহত রয়েছে। সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে।

একই সঙ্গে কমেছে সব সূচক।

দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা স্টক একচেঞ্জে লেনদেন  হওয়া ২৩১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯০টির, কমেছে ১৩১টি ও অপরিবর্তিত আছে ১০টি কোম্পানির শেয়ারের দাম।

এসময় পর্যন্ত সাধারণ মূল্যসূচক আগের দিনের তুলনায় ১৬.৭০ পয়েন্ট কমে ৭৯৩১.৭২ পয়েন্টে নেমে আসে। এসময় পর্যন্ত লেনদেনের পরিমান ২শ’ ৯৭ কোটি ১২ লাখ টাকা।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, ৬ জানুয়ারি, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।