ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

১৭ জানুয়ারি চট্টগ্রাম-দুবাই রুটে ফ্লাইট চালু করছে ফ্লাইদুবাই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১১
১৭ জানুয়ারি চট্টগ্রাম-দুবাই রুটে ফ্লাইট চালু করছে ফ্লাইদুবাই

ঢাকা: আগামী ১৭ জানুয়ারি থেকে বন্দরনগরী চট্টগ্রাম থেকে সরাসরি ফ্লাইট শুরু করছে লো-কস্ট এয়ারলাইন্স ‘ফ্লাইদুবাই’। প্রতি সোম, বুধ, শুক্র ও রোববার ফ্লাইট চলবে।

২৭ মার্চ থেকে প্রতিদিন ফ্লাইট চালনোর পরিকল্পনা রয়েছে ফাইদুবাইয়ের।

ফ্লাইদুবাইয়ের প্রধান কার্যালয় সূত্রে জানা গেছে, দুবাইয়ে বসবাসকারী বাংলাদেশি শ্রমিক অভিবাসীদের কথা মাথায় রেখেই বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নগরী ও সমুদ্রবন্দর চট্টগ্রাম থেকে এই ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে।    

সূত্র জানায়, ২০০৮ সালের মার্চে প্রতিষ্ঠিত ফ্লাইদুবাই ২০০৯ সালের ১ জুন প্রথম তাদের ফ্লাইট পরিচালনা শুরু করে। এয়ারলাইন্সের বহরে বর্তমানে ১৩টি ব্রান্ড নিউ বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ রয়েছে। তারা বৈরুত, আম্মান, দামেস্ক, আলেপ্পো, দোহার, কাতার, বাহরাইন, কাঠমান্ডু, ইস্তাম্বুল, করাচি, কলম্বোসহ ২৮টি রুটে ফ্লাইট পরিচালনা করছে।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক আরেকটি এয়ারলাইন্স ‘আরএকে এয়ারওয়েজ’ এখন চট্টগ্রাম থেকে দুবাইয়ে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে।

ফ্লাইদুবাইয়ের ওয়েবসাইটের ঠিকানা: www.flydubai.com

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।